১৫ই ডিসেম্বর, ২০২৫ ইং | ৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:৩৯

রোজা রাখার দায়ে চীনে ১০০ মুসলিম আটক

আন্তর্জাতিক ডেস্ক:

চীনের জিনজিয়াং প্রদেশে রমজান মাসে রোজা করা যাবে না। জিনজিয়াং প্রদেশের উইঘুর মুসলিমদের বিরুদ্ধে ধর্মীয় নিয়ম কানুন পালনে নিষেধাজ্ঞা জারি করেছে চীন। এই মর্মে জারি করা নিয়ম লঙ্ঘন করায় ১০০ জনকে গ্রেফতার করেছে চীনা সরকার।

জানা গেছে, বিভিন্ন সময়ে জিনজিয়াং প্রদেশে নাশকতার অভিযোগ উঠেছে উইঘুর মুসলিমদের বিরুদ্ধে। সেই জেরে স্থানীয় মুসলিম সম্প্রদায়ের বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। চীনা সরকারের জারি করা নিয়মের প্রতিবাদে বিক্ষোভে বার বার রক্তাক্ত হয়েছে জিনজিয়াং প্রদেশ। এমনকী উইঘুর সম্প্রদায়ের বিরুদ্ধে হিংসাত্মক আন্দোলন চালানোর অভিযোগ উঠেছে।

উল্লেখ্য জিনজিয়াং প্রদেশটির সঙ্গে মিশে রয়েছে রাশিয়া, মঙ্গোলিয়া, কাজাখাস্তান, কিরঘিজস্তান, পাকিস্তান ও আফগানিস্তান ও ভারত। বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্টে বলা হয়েছে, জিনজিয়াং প্রদেশের উইঘুর সম্প্রদায়ের মধ্যে জঙ্গি নেটওয়ার্ক ছড়িয়ে দিয়েছে ইসলামিক স্টেট। বেশ কয়েকটি নাশকতার তদন্তে নেমে এসেছে এমনই তথ্য।

দৈনিক দেশজনতা/ এন আর

প্রকাশ :জুন ২১, ২০১৭ ১০:১০ পূর্বাহ্ণ