নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার চার উপ-পরিদর্শককে (এসআই) প্রত্যাহার করা হয়েছে।
প্রত্যাহারকৃতরা হলেন- দিদারুল আলম, নাজমুল আলম, মারুফুর রহমান ওরফে কাটার মারুফ, ও জহিরুল ইসলাম।
গ্রেফতার বাণিজ্য, ব্ল্যাকমেইলিং, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগ প্রমাণিত হওয়ায় মঙ্গলবার দুপুরে তাদের প্রত্যাহার করে সোনারগাঁও থানা থেকে নারায়ণগঞ্জ পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
সোনারগাঁ থানার ওসি শাহ মো. মঞ্জুর কাদের পিপিএম চারজনকে অফিসারকে প্রত্যাহারের সত্যতা নিশ্চিত করেছেন।
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

