১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:৫৪

চলচ্চিত্র পরিবার’ সেন্সর বোর্ড ঘেরাও করবে কাল

বিনোদন ডেস্ক:

যৌথ প্রযোজনার ছবি ‘বস-২’ ও ‘নবাব’কে ছাড়পত্র দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়ার প্রতিবাদে আগামীকাল বুধবার সেন্সর বোর্ড ঘেরাওয়ের ঘোষণা দিয়েছে চলচ্চিত্রসংশ্লিষ্ট শিল্পী ও কলাকুশলীদের সংগঠন ‘চলচ্চিত্র পরিবার’।

আজ  মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে চলচ্চিত্র উন্নয়ন করপোরশনে (এফডিসি) এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন চলচ্চিত্র পরিবারের সদস্য ও চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন।

সন্ধ্যা ৬টার দিকে শুরু হওয়া সংবাদ সম্মেলনে বদিউল আলম খোকন জানান, আগামীকাল দুপুর ১২টার দিকে এই ঘেরাও কর্মসূচি শুরু হবে।

খোকন বলেন, গত রোববার তাঁরা যৌথ প্রযোজনার নামে যৌথ প্রতারণার বিরুদ্ধে অবস্থান ধর্মঘটের পর সেন্সর বোর্ড ঘেরাও করা হয়। এর পরিপ্রেক্ষিতে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু তাঁদের একটি প্রতিনিধিদল ডাকেন। তথ্যমন্ত্রী তাঁদের বলেন, তাঁরা যেন, যৌথ প্রযোজনার অনিয়মের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন। এরপর গতকাল সোমবার তথ্য মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ করে চলচ্চিত্র পরিবার। কিন্তু সেই অভিযোগের বিষয়টি আমলে না নিয়ে দুটি চলচ্চিত্রকে ছাড়পত্র দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেয় তথ্য মন্ত্রণালয়। এর প্রতিবাদে আগামীকাল সেন্সর বোর্ড ঘেরাও করা হবে।

সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি পদাধিকারবলে সেন্সর বোর্ডের সদস্য। তাঁর নামে লিখিত একটি চিঠিতে নবাব ও বস-২কে সেন্সরে ছাড়পত্র দেওয়া হবে বলে জানানো হয়। এমন বাস্তবতায় আজ বিকেল ৪টায় চলচ্চিত্র পরিবারের সভা আহ্বান করা হয়। সেই সভায় ঘেরাও কর্মসূচির সিদ্ধান্ত হয়

 দেশজনতা/এন আর

প্রকাশ :জুন ২০, ২০১৭ ৯:২৮ অপরাহ্ণ