২১শে নভেম্বর, ২০২৪ ইং | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৯:৩৪

সীমান্তে বিএসএফ’র হাতে দুই বাংলাদেশী আটক

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর পোরশা উপজেলার নিতপুরের দুয়ারপাল সীমান্তে ভারতের অভ্যন্তরে বিএসএফ দুই বাংলাদেশীকে আটক করেছে।
আটককৃতরা হলেন, উপজেলার দুয়ারপাল গ্রামের আব্দুল মান্নানের ছেলে মানিরুল ইসলাম(৩০) ওই গ্রামের মৃত কেতাব আলীর ছেলে মাইনুল ইসলাম (৩৫)।
স্থানীয় সূত্র জানান, রোববার রাতে কয়েকজনের একটি দল ভারতের অভ্যন্তরে গরু আনতে যায়। গরু নিয়ে ফেরার পথে ভোর ৪টায় ২৩২ নম্বর মেইন পিলার থেকে এক কিলোমিটার অভ্যন্তরে ভারতের ক্যাদারীপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা ওই দুজনকে আটক করে। এসময় অন্যরা পালিয়ে আসে।
এ বিষয়ে ১৪বিজিবি’র হাঁপানিয়া ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আব্দুর রাজ্জাক জানান, এব্যাপারে আমরা মঙ্গলবার দুপুরে ক্যাদারীপাড়া ক্যাম্পে চিঠি পাঠানো হয়েছে। পতাকা বৈঠকের মাধ্যমে ওই দুজনকে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে।

দৈনিক দেশজনতা /এমএম

প্রকাশ :জুন ২০, ২০১৭ ৫:৫১ অপরাহ্ণ