১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:০৭

পশ্চিম সুন্দরবনে অস্ত্রসহ ৩ বনদস্যু আটক

সাতক্ষীরা প্রতিনিধি:

মঙ্গলবার দুপুরে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে বুড়িগোয়ালিনী নৌ পুলিশ ফাঁড়ির  এক অভিযানে অস্ত্রসহ তিন বনদস্যুকে আটক করা হয়েছে।
বুড়িগোয়ালিনী নৌ পুলিশ ফাঁড়ির এস আই মামুন জানান গোপন সংবাদের ভিত্তিতে গভীর সুন্দরবনের সাপখালী খালের গোড়া থেকে অভিযান চালিয়ে কয়রা উপজেলার ছোট আংটিহারা গ্রামের আবুল বাসারের ছেলে আবুল হাসান(২৮),আমজাদ সরদারের ছেলে জালাল হোসেন(৩০) ও আশাশুনি উপজেলার গোলখালী গ্রামের মৃত আবুল মোর্শেদের ছেলে মফিজুল ইসলামকে(৩২) আটক করে।

এ সময় তাদের কাছ থেকে একটি ভারতীয় থ্রি নট থ্রি রাইফেল ও একটি পিস্তল পাওয়া যায়। জানা যায়  আটককৃত বনদস্যুদের শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

দৈনিক দেশজনতা /এমএম

প্রকাশ :জুন ২০, ২০১৭ ৫:৫৫ অপরাহ্ণ