২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ২:৩৩

উখিয়ায় জমে উঠেছে ঈদ বাজার: চড়া দামের অভিযোগ ক্রেতাদের

কায়সার হামিদ মানিক, উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি:
মুসলিম ধর্মাবলম্বীদের সবচেয়ে খুশির দিন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে উখিয়ায় জমে উঠেছে ঈদ বাজার। ধনী, গরিব, মধ্যবিত্ত এমনকি ছিন্নমূল পরিবারগুলোর মধ্যেও চলছে হরদম কেনাকাটার আয়োজন। শিশু, কিশোরদের বায়না পূরণের জন্য মা-বাবাদের হিমশিম খেতে হচ্ছে। এবারও মেয়েদের পছন্দের শীর্ষে রয়েছে ভারতের বিভিন্ন টিভি সিরিয়াল ও সিনেমা নায়িকাদের নামানুসারের পোশাকগুলো।
সরেজমিনে উখিয়া, কোটবাজারের বিভিন্ন শপিং মল ঘুরে দেখা যায়, ক্রেতাদের ভিড়ে তিল পরিমাণ ঠাঁই নেই। লোকে লোকারণ্য এসব ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে নিম্ন, মধ্যবিত্ত ও উচ্চ মানের সব ধরনের কাপড় ও পোশাকাদি বিক্রি হওয়ার কারণে যে কোন ধরনের ক্রেতা সাধারণ এসব দোকানগুলোতে ভিড় করতে দেখা গেছে। শুধু পোশাক নয়, জুতার দোকানগুলোতে উপচে পড়া ভিড় চলছে। সকাল থেকে গভীর রাত অবধি চলছে কেনাকাটা। তবে পোশাকের আকাশছোঁয়া দামে বেকায়দায় ক্রেতারা। অল্প আয়ের মানুষ পোশাক কিনতে গিয়ে হিমশিম খাচ্ছেন। চড়া দাম হওয়ায় ক্ষোভ প্রকাশও করছেন অনেকে। তবে ব্যবসায়ীরা বলছেন ভিন্ন কথা। তাদের দাবি, এবার তৈরি পোশাকের দাম ক্রেতাদের হাতের নাগালের মধ্যেই রয়েছে।
ক্রেতারা বলছেন, বর্ষা মৌসুমের বৃষ্টি শুরু হওয়ায় অনুকুল পরিবেশের সুযোগ পেলেই কেনাকাটা সেরে নিচ্ছেন। উখিয়া উপজেলার শপিং মল গুলোতে এখন ভালো ভালো দোকানপাট গড়ে উঠায় চাহিদা মতো সব কিছু পাওয়া যাচ্ছে। তবে শিশু এবং মেয়েদের পণ্যে অতিরিক্ত দাম চাওয়া হচ্ছে। কয়েকজন বিক্রেতার সাথে কথা বলে জানা যায়, প্রতি বছরের ন্যায় এইবার ও ভারতীয় বিভিন্ন সিরিয়াল এবং নায়িকাদের কাপড় চাহিদার শীর্ষে অবস্থান করছে। ক্রেতাদের চাহিদা মোতাবেক সব ধরনের কালেকশন রাখা হয়েছে।
এদিকে গজ কাপড়ের দোকান, টেইলার্স ও লেডিস কর্নারগুলোয় সবচেয়ে বেশি ভিড় দেখা গেছে। রোজার শুরু থেকেই টেইলার্স গুলোয় কারিগরদের ঘুম হারাম হয়ে গেছে। দিনরাত সমানতালে কাজ করছেন তারা। টেইলার্সের কারিগররা জানান, তারা সকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত পোশাক তৈরি করছেন। এমনটি চলবে চাঁদরাত পর্যন্ত।
কোটবাজার দোকান মালিক সমবায় সমিতির সভাপতি আবু সিদ্দিক বলেন, ক্রেতারা যাতে নির্বিঘেœ কেনাকাটা করতে পারে সেই জন্য ব্যবসায়ীরা সচেষ্ট রয়েছেন সেই সাথে ক্রেতাদের ক্রয় সুবিধার্থে ব্যবসায়ীরা নানান ধরনের ব্যবসায়ীক উদ্যোগ গ্রহণ করেছে।।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উখিয়া থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের জানান, ঈদুল ফিতরের হাট বাজারগুলোতে নিরাপত্তা নিশ্চিত করণের জন্য সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। উখিয়া সদর, কোটবাজার, মরিচ্যায় সার্বক্ষণিক পুলিশী টহল জোরদার রাখা হয়েছে।

দৈনিক দেশজনতা/এমএম

প্রকাশ :জুন ২০, ২০১৭ ৪:৪৫ অপরাহ্ণ