১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:৪৩

উখিয়ায় বেপরোয়া চোলাই মদের আস্তানা

কায়সার হামিদ মানিক, উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি:
উখিয়ার জনবহুল ষ্টেশন কোটবাজারের উত্তর বড়ুয়া পাড়ায় বিনা বাধাঁয় চলতে থাকা চোলাই মদের আস্তানা গুড়িয়ে দেয়ার দাবী জানিয়েছে এলাকার বসবাসরত গ্রামবাসী। উখিয়া রত্নাপালং ইউনিয়নের আওতাধীন কোটবাজারে উত্তরে অবস্থিত উত্তর বড়ুয়া পাড়ার বৌদ্ধ যুব পরিষদের সদস্যরা অভিযোগ করে বলেন, উক্ত এলাকার কালু বড়ুয়ার পুত্র শ্যামল বড়ুয়া, মেয়ে রিটা বড়ুয়া, মল্লিকা বড়ুয়া, জুনু বড়ুয়ার স্ত্রী রিনা বড়ুয়া, সুনো বড়ুয়ার স্ত্রী উলাসী বড়ুয়া,  সুনিল বড়ুয়া স্ত্রী বিনা বড়ুয়া সহ ১০/১২ জন মহিলা তাদের বাড়িতে দীর্ঘদিন যাবত দেশী চোলাই মদ তৈরী ও প্রকাশ্যে বিক্রি করে আসছে। ইতি পুর্বে থানা প্রশাসন কয়েক দফা অভিযান চালিয়ে ঐ সব বাড়ি থেকে বিপুল পরিমান মদ উদ্বার করলেও যথাযথ আইনি পদক্ষেপ না নেয়ায় বেপরোয়া থেকে আরো বেপরোয়া হয়ে রাত-দিন চোলাই মদ তৈরী ও বিক্রি করে যাচ্ছে।

এলাকাবাসীর অভিযোগ উক্ত বড়ুয়াপাড়ার সন্নিকটে রয়েছে, একটি বালিকা মাদ্রাসা, মসজিদ, কেজি স্কুল, একটি বৌদ্ধ শ্বশান, বৌদ্ধ ভাবনা কেন্দ্র, ও একটি ঐতিহ্যবাহী দরগাহ মোরা কবরস্থান। উপজেলার বিভিন্ন এলাকা থেকে মাদক সেবী লোকজনের আনাগোনা ও প্রতিদিন মদ পান করে মাতলামী করার ফলে এলাকার পরিবেশ নষ্ট হওয়াসহ এলাকার উঠতি বয়সের যুব সমাজের চরিত্র দিন দিন অতঃপতনের দিকে এগিয়ে যাচ্ছে। দীর্ঘদিন যাবত বিনা বাধাঁয় মদের আস্তানা গড়ে উঠায় এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই রাহাজানী সহ বিভন্ন অসামাজিক কর্মকান্ড চরম আকারে বৃদ্বি পেয়েছে। নষ্ট হচ্ছে ধর্মীয় প্রতিষ্ঠান, শ্বশান ও কবরস্থানের পবিত্রতা।

মুসলিম সমাজের সিয়াম সাধনার মাস পবিত্র রমজান, এলাকাবাসীর অভিযোগ ওই সব চোলাই মদ উৎপাদনকারী সিন্ডিকেট ধর্মীয় কোন বাধাঁকে তোয়াক্কা না করে প্রতিনিয়ত অবৈধ মদের আস্তানা চালু রেখে মদ বিক্রি চালিয়ে যাচ্ছে। পার্শবর্তি বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা ও পবিত্রতার স্বার্থে কোটবাজারের উত্তর বড়ুয়া পাড়ার মদের আস্তানায় অভিযান চালিয়ে চোলাই মদ তৈরীর মুল হোতাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন এলাকাবাসী।

দৈনিক দেশজনতা/এমএম

প্রকাশ :জুন ২০, ২০১৭ ৪:৩৫ অপরাহ্ণ