২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১০:৩৭

আবগারি শুল্ক প্রত্যাহার চেয়ে লিগ্যাল নোটিশ

অনলাইন প্রতিবেদক :
প্রস্তাবিত বাজেটে ব্যাংকের আমানতের উপর আবগারি শুল্ক প্রত্যাহার এবং আইন বাতিল চেয়ে সংশ্লিষ্টদের লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী। মঙ্গলবার (২০ জুন) সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ রেজিস্ট্রি ডাকযোগে এ নোটিশ পাঠান। মন্ত্রী পরিষদ সচিব, সংসদ সচিবালয় সচিব, অর্থ সচিব ও জাতীয় সংসদের স্পিকারকে এ নোটিশ পাঠানো হয়েছে। আগামী ৭২ ঘণ্টার মধ্যে এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ না করা হলে হাইকোর্টে রিট করা হবে বলে জানান এ আইনজীবী। প্রস্তাবিত বাজেটে ১ থেকে ১০ লাখ টাকা জমা হলে ৮০০ টাকা আবগারি শুল্ক কাটার প্রস্তাব করেন অর্থমন্ত্রী। আরও বেশি টাকায় শুল্ক হারও বেশি কাটার ব্যবস্থা রাখা হয়েছে।

দৈনিক দেশজনতা/ এমএইচ

প্রকাশ :জুন ২০, ২০১৭ ৩:২৭ অপরাহ্ণ