১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৫৯

নেতাকর্মীদেরকে রাস্তায় স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করতে বললেন ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক:   

আসন্ন ঈদে সড়ক-মহাসড়কের সৃষ্ট যানজট নিরসনের লক্ষ্যে রাস্তায় থেকে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পরিদর্শনে গিয়ে ওবায়দুল কাদের এ আহ্বান জানান।

ওবায়দুল কাদের বলেন, ঈদে যাতে মানুষের ভোগান্তি না হয় সেজন্য সকল সড়ক-মহাসড়কে পুলিশের সঙ্গে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালনের জন্য আমি আওয়ামী লীগের তরুণ নেতাকর্মীদের প্রতি আহ্বান জানাচ্ছি।

দৈনিক দেশজনতা/এমএম

প্রকাশ :জুন ২০, ২০১৭ ৩:৩৫ অপরাহ্ণ