২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:২৬

বাংলাদেশ পেসার রুবেলের ইনজুরি

স্পোর্টস ডেস্ক:

ক্রিকেট মানেই ইনজুরি। থাকবে অস্ত্রোপচার ও বিশ্রাম। তবে ক্রিকেটারদের ইনজুরির স্থান-কাল-সময় হবে খেলার মাঠ, এটাই স্বাভাবিক। কিন্তু না, বাংলাদেশ পেসার রুবেলের ক্ষেত্রে তা একেবারেই ভিন্ন। জানা গেছে, সদ্যই শেষ হওয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ভারতের বিপক্ষে ম্যাচ শেষে টিম মিটিং করে হোটেলে ফেরার পর রুমের দরজায় ধাক্কা খান তিনি। যার কারণে, বাঁ চোখ আর কানের মাঝখানের হাড়ই সরে গেছে ডানহাতি এই পেসারের।

অদ্ভুত এ ইনজুরি নিয়ে রুবেল হোসেন বলেন, ম্যাচ শেষে হোটেলে ফেরার পর রুমের দরজার সঙ্গে ধাক্কা খেয়েছিলাম। ওই সময় খুব বেশি ব্যথা অনুভব করিনি। দেশে আসার তাড়াহুড়ার মধ্যে তাই আর ফিজিওকে বিষয়টা বলিনি। কিন্তু ফোলাটা আস্তে আস্তে বাড়ায় ঢাকায় এসে ডাক্তার দেখিয়েছি।

এ ব্যাপারে বিসিবি’র চিকিৎসক দেবাশিষ চৌধুরি বলেন, এটা স্পোর্টস ইনজুরি নয়, এটুকু নিশ্চিত। রুবেল বলেছে, দরজার সঙ্গে ধাক্কা লেগে নাকি এই ব্যথা পেয়েছে। চোটের জায়গার হাড় সামান্য নিচে নেমে গেছে। ছোট একটা অস্ত্রোপচার লাগবে এবং সেটা তাড়াতাড়িই করে ফেলা ভালো।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জুন ২০, ২০১৭ ১:০৬ অপরাহ্ণ