১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:০৮

হবিগঞ্জের খোয়াই নদীর পানি বিপদসীমার উপরে

নিজস্ব প্রতিবেদক:
হবিগঞ্জের খোয়াই নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। ঝুঁকিপূর্ণ শহর রক্ষাবাঁধ রক্ষার চেষ্টা করেছেন শত শত মানুষ।দু’দিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নদীর পানি আকষ্মিকভাবে বৃদ্ধি পায়। মঙ্গলবার (২০ জুন) সকাল ৯টা পর্যন্ত নদীর বাঁধের মাছুলিয়া পয়েন্টে পানি বিপদসীমার ২৭০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকার কারণে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে উপর দিয়ে যাওয়ার আশংকা করছে পানি উন্নয়ন বোর্ড। ফলে মাইকিং করে শহরবাসীকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। সোমবার রাতভর শহরের বিভিন্ন মসজিদেও মাইকিং করে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

দৈনিক দেশজনতা/ এমএইচ

 

প্রকাশ :জুন ২০, ২০১৭ ১:০৪ অপরাহ্ণ