২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ২:২৪

রাক্কায় বোমা বর্ষণে বিপুল প্রাণহানী

অনলাইন ডেস্ক:

জাতিসংঘের যুদ্ধাপরাধ তদন্তকারীরা বলছেন, সিরিয়ার রাক্কা শহরে ইসলামিক স্টেট যোদ্ধাদের ওপর মার্কিন-নেতৃত্বাধীন কোয়ালিশন বাহিনীর বিমান হামলায় ‘বিপুল সংখ্যায় প্রাণহানির’ ঘটনা ঘটেছে।

কুর্দি এবং আরব যোদ্ধারা আইএস-এর ঘাঁটিগুলোর ওপর গত সপ্তাহে এই অভিযান শুরু করেছে।

কোয়ালিশনের জঙ্গি বিমানগুলো আইএস-বিরোধী বাহিনীর সমর্থনে গোলাবর্ষণ করছে।

এরপর সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস বা এসডিএফ নামে পরিচিত এই বাহিনী রাক্কার পূর্ব, পশ্চিম এবং উত্তরদিকের জায়গাগুলো দখল করেছে।

এই লড়াইয়ে প্রায় দেড় লক্ষ মানুষ গৃহহীন হয়েছেন। রাক্কা শহরে ৩০০০ থেকে ৪০০০ আইএস জঙ্গি ঘাঁটি গেড়ে আছে বলে জানা যাচ্ছে।

ঐ শহরে মোট কতজন বেসামরিক নাগরিক আটকা পড়ে আছে সে সম্পর্কে পরিষ্কার কোন চিত্র পাওয়া যাচ্ছে না। তবে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি সম্প্রতি বলেছে এই সংখ্যা প্রায় ২০০০০০ হতে পারে। সূত্র: বিবিসি বাংলা

দৈনিক দেশজনতা /এমএম

প্রকাশ :জুন ১৪, ২০১৭ ৮:৫০ অপরাহ্ণ