১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩৪

যুবলীগ নেতাকে ধরতে বাড়িতে অস্থায়ী পুলিশ ক্যাম্প

নিজস্ব প্রতিবেদক:

সাভারে পুলিশের হাত থেকে হ্যান্ডকাফ পড়া অবস্থায় পালিয়ে যাওয়া শীর্ষ সন্ত্রাসী ও যুবলীগের সাবেক নেতা আল-আমিনের বাড়িতে অস্থায়ী পুলিশ ক্যাম্প বসিয়েছে ঢাকা জেলা পুলিশ। এদিকে ঘটনায় সাভার মডেল থানায় ৩৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করলে পুলিশ এখন পর্যন্ত ছয় জনকে গ্রেপ্তার করেছে।
গতকাল বুধবার থেকে সাভারের বিরুলিয়া ইউনিয়নের কমলাপুরের ভবানীপুর এলাকায় আল আমিনের বাড়িতে এ অস্থায়ী পুলিশ ক্যাম্প বসায় ঢাকা জেলা পুলিশ।
পুলিশ জানায়, কমলাপুর ভবানীপুর এলাকায় গত শুক্রবার ভোর রাতে শীর্ষ সন্ত্রাসী ও যুবলীগের সাবেক নেতা আল-আমিনকে ধরতে তার বাড়িতে অভিযান চালায় সাভার মডেল থানা পুলিশ। এসময় পুলিশ আল আমিনকে ধরলে আল আমিন পুলিশের চোখে মরিচের গুড়া ছিটিয়ে হ্যান্ডকাপ পড়া অবস্থায় পালিয়ে যায়।
সেই দিন পুলিশের গুলিতে ইসমাইল নামে আল আমিনের এক সহযোগী মারা যায়। এঘটনায় শীর্ষ সন্ত্রাসী আল আমিনকে ধরতে ও এলাকায় আইন শৃঙ্খালা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আল আমিনের বাড়িতে অস্থায়ী পুলিশ ক্যাম্প বসিয়েছে পুলিশ। অস্থায়ী ক্যাম্পে দিনে ও রাতে ১৩ জন পুলিশ দায়িত্ব পালন করছেন। এদিকে এঘটনার পর থেকে আল আমিনের তিন ভাই ও বাবা মা এলাকা ছেড়ে পালিয়ে গেছে। এছাড়া এঘটনায় ওই এলাকার খ্রিস্টান ধর্মাবলম্বীরা এখন আতঙ্কে রয়েছে। এবিষয়ে সাভার মডেল থানার এস আই  ও অস্থায়ী পুলিশ ক্যাম্পের ইনচার্য সোহেল আল মামুন জানান, শীর্ষ সন্ত্রাসী ও  ভূমি দস্যু আল আমিনের নামে সাভার মডেল থানায় প্রায় ১০ /থেকে ১৫টি মামলা রয়েছে। তাকে আটক করতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।
আল আমিন ওই এলাকার বেল বিক্রেতা ভোলা মিয়ার ছেলে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জুন ১৫, ২০১৭ ৯:৩২ পূর্বাহ্ণ