২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:৫২

দুর্গত পাহাড়ে যাচ্ছে বিএনপি প্রতিনিধিদল

নিজস্ব প্রতিবেদক:

পাহাড় ধসসহ দুর্গত রাঙ্গামাটি, বান্দরবান ও চট্টগ্রামে যাচ্ছে বিএনপির উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদল। তারা দুর্গত এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারের সহযোগিতা করবেন বলে জানা গেছে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওই প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।

এদিকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নির্দেশে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তাদের সামর্থ্য অনুযায়ী সহযোগিতা নিয়ে দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন বলে জানিয়েছে বিএনপি।

বুধবার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনেও দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী চট্টগ্রামের দলের সব পর্যায়ের নেতাকর্মীদের সেখানকার অসহায় দুর্গতদের পাশে থেকে আরও জোরালো ভূমিকা রাখতে আহ্বান জানান।

বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম বলেন, পার্বত্য এলাকায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে। সেখানে আমাদের নেতাকর্মীরা চেয়ারপারসনের নির্দেশে সামর্থ্য অনুযায়ী দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন।

এছাড়া শুক্র অথবা শনিবার দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদল দুর্গত এলাকায় যাবেন বলে জানান শামীম।

দৈনিক দেশজনতা /এমএম

প্রকাশ :জুন ১৪, ২০১৭ ৮:৪১ অপরাহ্ণ