১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৫৯

একতরফা নির্বাচন করে আ’লীগকে ক্ষমতায় যেতে দেয়া হবে না: খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, একতরফা নির্বাচন করে আওয়ামী লীগকে আর ক্ষমতায় যেতে দেয়া হবে না। তিনি বলেন, এবারের নির্বাচন হবে অংশগ্রহণমূলক। সব দলের অংশগ্রহণে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও মন্তব্য করেন খালেদা জিয়া।

ঢাকা মহানগর উত্তর বিএনপির ইফতার মাহফিলে অংশ নিয়ে আজ সন্ধ্যায় তিনি এসব কথা বলেন। বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের ২নং হলে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিলে বিএনপির সিনিয়র নেতারা অংশ নিয়েছেন।

দৈনিক দেশজনতা /এমএম

প্রকাশ :জুন ১৪, ২০১৭ ৮:১৬ অপরাহ্ণ