নিজস্ব প্রতিবেদক:
রাঙ্গামাটির লংগদুতে যুবলীগকর্মী নুরুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার সকালে খাগড়াছড়ি দিঘিনালা উপজেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- প্রধান আসামি রমেল চাকমা (২৫) ও জুয়েল চাকমা (২৬)। তাদের বাড়ি একই উপজেলায়।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে দিঘিনালা থানার ওসি মো. রুস্তম আলী ভুইয়া জানান, যুবলীগকর্মী নুরুল ইসলাম হত্যা মামলার আসামিদের ধরতে শুক্রবার রাত থেকে জেলার সদর ও বাবুছড়া এলাকায় অভিযানে নামে পুলিশ। পরে শনিবার সকালে বাবুছড়া পাহাড়ি এলাকা থেকে প্রধান আসামি রমেল চাকমাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, আসামিরা স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যার দায় স্বীকার করেন এবং নিহত যুবলীগকর্মীর মোটরসাইকেলটি মাইনী খালে ফেলে দেওয়ার তথ্য জানিয়েছে।
এরপর থেকেই মাইনী খালে নিহতের মোটরসাইকেলটি উদ্ধারে নৌ-বাহিনীর ডুবুরি দল চেষ্টা চালাচ্ছে বলেও জানান ওসি।
উল্লেখ্য, নিহত নুরুল ইসলাম উপজেলা সদর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। গত ১ জুন দুপুরে খাগড়াছড়ি-দীঘিনালা সড়কে চার কিলো এলাকা থেকে নুরুল ইসলামের লাশ উদ্ধার করা হয়। তাঁর বাড়ি লংগদু উপজেলা সদরে। তিনি ভাড়ায়চালিত মোটরসাইকেল চালাতেন। ঘটনার দিন দুজন পাহাড়ি নুরুল ইসলামের মোটরসাইকেল ভাড়া করেন। এরপর থেকে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে তাঁর লাশ উদ্ধার করা হয়।
দৈনিক দেশজনতা/এমএম