২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:০৩

যুবককে খুঁটিতে বেঁধে নির্যাতন: ইউপি চেয়ারম্যানকে শোকজ

নিজস্ব প্রতিবেদক:   

ময়মনসিংহের গৌরিপুরে দুই যুবককে খুঁটিতে বেঁধে নির্যাতনের ঘটনায় মাওহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রমিজ উদ্দিন স্বপনকে শোকজ করা হয়েছে। সেই সঙ্গে আগামীকাল রবিবারের মধ্যে তাঁকে এই ঘটনার কারণ দর্শাতে বলা হয়েছে।

শুক্রবার রাতে গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মার্জিনা আকতার বিষয়টি নিশ্চিত করে জানান, মিডিয়াতে খবর দেখেই জেলা প্রশাসকের নির্দেশনায় গত ৭ জুন তাঁকে শোকজ করা হয়েছে। শোকজ নোটিশের জবাব পেলে সেটি জেলা প্রশাসকের দপ্তরে পাঠিয়ে দেওয়া হবে। এর পর এই ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া বৃহস্পতিবার একজন বিচারিক হাকিম চেয়ারম্যানকে তলব করেন বলেও জানান ইউএনও মার্জিনা।

গত ৪ জুন রুকন (২২) ও দীপু (২৩) নামের দুই যুবককে খুঁটির সঙ্গে বেঁধে বেধড়ক পেটান স্থানীয় মাওহা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রমিজ উদ্দিন স্বপন।

মারধরের বেশ কিছু ছবি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে খুঁটির সঙ্গে বেঁধে দুই যুবককে লাথি মারতে ও পেটাতে দেখা যায় তাঁকে। পেটানোর পর ২৪ ঘণ্টার মধ্য দুজনকে এলাকা ছাড়ার নির্দেশও দেন ওই চেয়ারম্যান।

ওই দুই যুবককে নির্যাতনের সময় ছবি তোলেন ফারুক হাসান নামের এক ব্যক্তি। সেদিন সন্ধ্যায় ফারুক হাসান তাঁর ফেসবুকে নির্যাতনের সাতটি ছবি পোস্ট করেন। চেয়ারম্যান রমিজ উদ্দিন স্বপন সেই ছবিগুলো নিজের ফেসবুক টাইমলাইনে শেয়ার করেন।

এর আগে ওই দিন বিকালে চেয়ারম্যান রমিজ উদ্দিন স্বপন ওই দুই যুবককে ধাওয়া করে ধরে এনে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন করেন। কিন্তু তাঁদের কাছে কোনো মাদক পাননি বলেও রমিজ উদ্দিন জানান।

দৈনিক দেশজনতা/এমএম

প্রকাশ :জুন ১০, ২০১৭ ৪:৩৯ অপরাহ্ণ