১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:০৮

ইয়াবাসহ ছাত্রলীগ নেতা আটক

নিজস্ব প্রতিবেদক:   

লক্ষ্মীপুরে ইয়াবাসহ মো. মামুন হোসেন নামে এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ। শনিবার ভোরে শহরের পাসপোর্ট অফিস সংলগ্ন একটি বাসা থেকে তাকে আটক করা হয়। আটককৃত মামুন সদর উপজেলার পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের মকবুল আহম্মদের ছেলে ও সদর (পশ্চিম) ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।

সদর থানার এএসআই জাকারিয়া জানান, মামুন একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী, মাদক বিক্রির সময় স্থানীয়রা হাতেনাতে আটক করে তাকে পুলিশে সোপর্দ করে। তার বিরুদ্ধে মাদক আইনে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

সদর থানা ছাত্রলীগের আহ্বায়ক জিসাদ আল নাহিয়ার জানান, মামুন সদর (পশ্চিম) ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক তবে বর্তমানে ছাত্রলীগের সাথে তার কোন সমপৃক্ততা নেই।

দৈনিক দেশজনতা/এমএম

প্রকাশ :জুন ১০, ২০১৭ ৪:১২ অপরাহ্ণ