নিজস্ব প্রতিবেদক:
মধ্যরাতের টেলিভিশন টকশো বন্ধ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছেন কক্সবাজারের সংরক্ষিত নারী আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য খোরশেদারা হক। বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদে তিনি এ আহ্বান জানান।
খোরশেদারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাস্তা-ঘাট ঠিক করে দেশটাকে সুন্দর করে সাজাইছে। আর টেলিভিশনের টকশোতে প্রতিদিন প্রধানমন্ত্রীর নিন্দা করা হয়। এরা নতুন, এদেরকে আগে দেখা যায়নি। এরা খালেদা জিয়ার নিয়োগ দেয়া লোক। এই টকশো-ফকশো বন্ধ করুন। খুরশেদ আরা তার বক্তব্যের প্রথমেই ক্ষোভ প্রকাশ করে বলেন, সংসদে কোনো মন্ত্রী নেই। আমার বক্তব্য শুনার কেউ নেই।
বাজেটের সমালোচনা করে তিনি বলেন, গরিব মানুষ ব্যাংকে টাকা সঞ্চয় করে। এই টাকা থেকে কেটে নিলে গরিবের ক্ষতি হবে। অর্থমন্ত্রীর এ বিশাল বাজেট গরিবের কোনো উপকারে আসবে না।
দৈনিক দেশজনতা/ এমএইচ