১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:১৫

স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

দিনাজপুরের বীরগঞ্জে সপ্তম শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মো. আরমান আলী (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর ১২টায় তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

মো. আরমান আলী বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নের দেবীপুর ধনীপাড়া গ্রামের মো. আব্দুল ওহাবের ছেলে।

বীরগঞ্জ থানার এসআই মো. আনোয়ারুল ইসলাম জানান, উপজেলার নিজপাড়া ইউনিয়নের দেবীপুর ধনীপাড়া গ্রামের মো. আব্দুল ওহাবের ছেলে মো. আরমান আলী এক মাস পূর্ব থেকে ন্যাজারিন মিশনের সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিল। বিষয়টি মো. আরমান আলীর পরিবারকে অবহিত করলে সে ক্ষিপ্ত হয়ে স্কুলছাত্রীর পরিবারকে বিভিন্নভাবে হুমকি প্রদান করে।

এক পর্যায়ে গত ৩ জুন আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টায় স্কুলছাত্রীকে বাড়ীর পার্শ্বে দামাইক্ষেত্র রাস্তায় একা পেয়ে মো. আরমান আলী ও তার বন্ধু একই জেলার খানসামা উপজেলার জোয়ার কালির বাজারের মো. ছাত্তারের ছেলে মো. শহীদুল ইসলামের সহযোগিতায় ভুট্টা ক্ষেতে নিয়ে ধর্ষণ করে। এ সময় বিষয়টি কাউকে জানালে তাকে হত্যা করা হবে বলে হুমকি দিয়ে চলে যায়।

ধর্ষিতার পরিবার বিষয়টি পরদিন সকালে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্যকে অবহিত করলে পরিষদের সদস্যগণ ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। কিন্তু তারা কোনো প্রকার সুরাহা না করায় বুধবার রাতে ধর্ষিতার বাবা বাদী হয়ে বীরগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। পুলিশ রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত আরমান আলীকে উপজেলার পাল্টাপুর ইউনিয়ন থেকে গ্রেফতার করে।

বীরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. মোহছেউল গণি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে ধর্ষিতার বাবা দুই জনকে আসামি করে বীরগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। অভিযুক্ত মো. আরমান আলীকে বৃহস্পতিবার দুপুরে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ধর্ষিতাকে ডাক্তারি পরীক্ষার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

দৈনিক দেশজনতা/ এমএইচ

 

প্রকাশ :জুন ৮, ২০১৭ ৩:৫৯ অপরাহ্ণ