বৃহস্পতিবার গণমাধ্যমকে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।
বিবৃতিতে ডা. শফিক বলেন, যুবলীগ নেতা নূরুল ইসলাম নয়ন নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে পাহাড়ি জনগোষ্ঠীর প্রায় আড়াই’শ বাড়ি-ঘরে হামলা ও অগ্নিসংযোগ এবং লুটপাটের অমানবিক ঘটনা অত্যন্ত নিন্দনীয়। পাহাড়ি ও বাঙালিদের মধ্যে হামলা, সংঘাত-সংঘর্ষের ঘটনা কারো কাম্য নয়। আমরা পাহাড়ী বাঙালীদের মধ্যে সম্প্রীতিতে বিশ্বাসী।
তিনি বলেন, যুবলীগ নেতার হত্যাকা-ের পর সমস্ত অপকর্ম দলটির স্থায়ী কর্মকা-ে এবং অভ্যাসে পরিণত হয়েছে। এ দলের নেতা-নেত্রীরা আইনের শাসনের ব্যাপারে গালভরা বুলি আওড়ালেও কার্যতঃ এদের কাছে আইন বড়ই অসহায়।
তিনি বলেন, পাহাড়ি জনগোষ্ঠীর বাড়ি-ঘরে হামলা, লুটপাট এবং অগ্নিসংযোগের ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করে এ ঘটনার জন্য দায়ি ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান ও যাদের বাড়ি-ঘর পুড়ে গিয়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।
দৈনিক দেশজনতা/ এমএইচ