সাতক্ষীরা প্রতিনিধিঃ
মঙ্গলবার সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় মাধ্যমিক শিক্ষা অফিস ও ভাব –বাংলাদেশের আয়োজনে চিংড়াখালী মাধ্যমিক বিদ্যানিকেতনে উপজেলার ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও কম্পিউটার শিক্ষকদের দুই দিন ব্যাপী কম্পিউটার প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়দেব বিশ্বাসের সভাপতিত্বে প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ আব্দুল্লাহ সাদীদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশেষ পিপি ও শ্যামনগর সদর ইউপি চেয়ারম্যান এ্যাড.জহুরুল হায়দার বাবু, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মীনা হাবিবুর রহমান, ভাবের সিনিয়র প্রোগ্রাম অফিসার ও প্রশিক্ষক আবুল কালাম আজাদ। বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আরজিনা খাতুন, প্রধান শিক্ষক রামরঞ্জন বিশ্বাস, প্রধান শিক্ষক আজাহারুল ইসলাম, সাংবাদিক রনজিৎ বর্মন প্রমুখ। অনুষ্ঠানে একটি মাধ্যমিক বিদ্যালয়কে ভাবের পক্ষ থেকে ল্যাপটপ বিতরণ করা হয়।
দৈনিক দেশজনতা /এমএম