পাবনা প্রতিবেদক:
ঢাকা-পাবনা মহাসড়কে সাঁথিয়ার সিএনবিতে ব্যাপক যানজটের কারণে যাত্রীসহ এলাকাবাসীর দুর্ভোগ চরমে পর্যায়ে পৌঁচেছে। শনিবার ও মঙ্গলবার এই যানজট অসহনীয় রূপ নেয়।
স্থানীয় সূত্রে জানা যায়, জায়গাটি চার রাস্তার সংযোগ স্থল। এ ছাড়াও মহাসড়কের সঙ্গেই রয়েছে একটি হাট। যা চতুরহাট নামে পরিচিত। এটি উত্তর বঙ্গের অন্যতম গরু-ছাগল, ধান-চাউল, পটল-মরিচ, শাক-শবজি, পেঁয়াজ-রসুন এবং মাছের হাট ও আরত। দেশের বিভিন্ন অঞ্চল থেকে পাইকাররা এই হাট থেকে মালামাল কিনে ট্র্যাকে করে ঢাকা, চট্রগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে প্রেরন করে। এতে হাটের দু’দিন বিশেষ করে শনি ও মঙ্গলবার দূর-দূরান্ত থেকে ভ্র্যান, রিক্সা, ট্রলিতে করে বিক্রির জন্য বিভিন্ন ধরনের পন্য সামগ্রী হাটে আনা হয় এবং মহাসড়কের উপরই হাট বসে যায়। উপরন্ত থাকে মালামাল বহনের জন্য পাইকারদের ট্রাকের সারি। ইতোমধ্যে মহাসড়কের জায়গা দখল করে বেশ কিছু দোকান-পাটও গড়ে উঠেছ। ফলে মহাসড়কে চলাচলকারী ঢাকা-পাবনা , পাবনা-ঢাকার দূর পাল্লার যাত্রীবাহী কোচ হাটের দু’পাশে আটকে গিয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগ বাড়ে যাত্রীদের। ভোগান্তিতে পড়ে চলাচলকারী সাধারন জনগন। যা দেখার কেউ নেই। এ ব্যাপারে বেড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শামসুল হক ও সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান ইনাম জানান, যানজট নিরসনের লক্ষে এ বিষয়ে শীর্ষ পর্যায়ের মিটিং হয়েছে। অচিরেই এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে ।
দৈনিক দেশজনতা /এমএম