২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১১:২১

ভারতের বিপক্ষে বাংলাদেশের ফাইনালে ওঠার লড়াই

আজ অনূর্ধ্ব ১৫ ছেলেদের সাফের সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

ভারতকে হারিয়ে অনূর্ধ্ব ১৫ সাফ ফুটবলের ফাইনালে জায়গা করে নিতে পারবে তো বাংলাদেশ ? জবাব মিলবে আজই।নেপালের আনফা কমপ্লেক্সে বৃহস্পতিবার প্রথম সেমিফাইনালে বাংলাদেশ সময় সকাল পৌনে ১১টায় মুখোমুখি হবে দুই দল।

মালদ্বীপকে ৯-০ গোলে উড়িয়ে শুরু। দ্বিতীয় ম্যাচে নেপালের বিপক্ষে ২-১ গোলের জয় নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে লাল-সবুজরা। অন্যদিকে পাকিস্তানের কাছে ২-১ গোলে হেরে শুরু করা ভারত দ্বিতীয় ম্যাচে ভুটানকে ৪-০ গোলে হারিয়ে ‘বি’ গ্রুপের রানার্সআপ হয়ে শেষ চারে। ফলে খাতা কলমের হিসেবে কিছুটা এগিয়ে থাকছে টুর্নামেন্টে সবচেয়ে বেশি ১১ গোল করা বাংলাদেশই। তবে ভারত বলেই সতর্ক বাংলাদেশ কোচ আনোয়ার পারভেজ, ‘আমাদের জন্য গুরুত্বপূর্ণ ম্যাচ । ভারত শক্তিশালী দল। আমাদের পাকিস্তান-ভারত ম্যাচ দেখার সুযোগ হয়েছিল। ওই ম্যাচ থেকে আমরা ভারতের খেলা সম্পর্কে কিছু ধারণা পেয়েছি।’

ফাইনালে ওঠার লড়াইয়ে ভারতকে হারানোর ছকও তিনি কষছেন ওই ম্যাচে প্রতিপক্ষের শক্তি-দুর্বলতা দেখার অভিজ্ঞতা থেকেই, ‘দলে কোনো ইনজুরি নেই। সবাই সুস্থ আছে, চাঙা আছে। ভারতের যে ম্যাচ দেখেছি সেই অনুযায়ী গেম প্ল্যান তৈরি করেছি। সেই পরিকল্পনা অনুযায়ী কাজও করেছি। আশা করি ভারতকে হারিয়ে ফাইনালে উঠতে পারব আমরা।’

প্রকাশ :নভেম্বর ১, ২০১৮ ১০:৪৫ পূর্বাহ্ণ