নিজস্ব প্রতিবেদক
অতি উৎসাহী কিছু কর্মকর্তা-কর্মচারী সরকারপ্রধানকে ভুল রিপোর্ট দিয়ে বিচার বিভাগের ক্ষতি করছে এবং সরকারকে বিপদগামী করছে। যে কারণে আইনের শাসন প্রতিষ্ঠা করা যাচ্ছে না। এতে বিচার বিভাগের ক্ষতি হচ্ছে, জনগণ ও রাষ্ট্রের ক্ষতি হচ্ছে, আইনশৃঙ্খলার ক্ষতি হচ্ছে। জয়পুরহাটে জেলা বারের সংবর্ধনা সভায় প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা এ কথা বলেন।
প্রধান বিচারপতি আক্ষেপ করে বলেন, আগে ফুল কোর্টের সিদ্ধান্তগুলো নিয়ম মতো বাস্তবায়ন হতো, এখন সেগুলো হয় না। কারণ প্রধানমন্ত্রীকে ভুল বুঝানো হয়। আমি এর চেয়ে বেশি কিছু বলতে চাই না। এতে তারা বিব্রত বোধ করবেন। আমি সরকার বা মন্ত্রীর সঙ্গে বাহাস করতে চাই না। তিনি আইনের শাসন প্রতিষ্ঠার জন্য বিচার নিজের হাতে তুলে না নিতে আইনজীবীদের পরামর্শ দেন। তিনি আইনের শাসন প্রতিষ্ঠার জন্য আইনজীবীদের আরো এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, যদি আইনের শাসন প্রতিষ্ঠা না হয় তাহলে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে না। দেশের জনগণ, বিচারপ্রার্থীরা ক্ষতিগ্রস্ত হবে এবং অর্থনীতি দুর্র্বল হবে। তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিয়ে বলেন তিনি বিচারবিভাগের জন্য যথেষ্ট আন্তরিক। কিন্তু কিছু মানুষ তাকে ভুল বুঝাচ্ছেন। এতে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। বুধবার দুপুরে জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে আইনজীবী সমিতির সভাপতি নৃপেন্দ্রনাথ মণ্ডলের সভাপতিত্বে সংবর্ধনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জিপি মোমিন আহম্মেদ চৌধুরী, জেলা বারের সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহিন, প্রবীণ আইনজীবী খাজা জহুরুল হকসহ সিনিয়র আইনজীবীবৃন্দ। এর আগে বিচারপতি জেলা আদালতের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন এবং বিকাল সাড়ে চারটায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের সঙ্গে মতবিনিময় করেন।