নিজস্ব প্রতিবেদক:
এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে সন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘সকলের আন্তরিক চেষ্টায় পরীক্ষাগ্রহণ থেকে শুরু হয়ে ফল প্রকাশ সব ধাপই সফলভাবে সম্পন্ন হয়েছে। খাতা মূল্যায়ণের পদ্ধতিতে পরিবর্তন আসায় পাসের হার কিছুটা কমেছে।’ শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘যারা পাস করেছে তাদের আন্তরিক অভিনন্দন জানাই। যা পাস করতে পারোনি তাদের মন খারাপ করার কিছু নেই। মনোযোগ দিয়ে পড়তে হবে। আগামীবার পরীক্ষা দিয়ে আবারো পাস করবে ইনশাল্লাহ।’
তিনি বলেন, ‘ক্লাস ফাইভে কয়েকজনকে বাছাই করিয়ে তাদের পড়াশোনা করিয়ে বৃত্তি পরীক্ষা দেওয়ানো হতো। অষ্টম শ্রেণি এমনকি এসএসসিতেও এই ব্যবস্থা ছিল। আমরা সেটার পরিবর্তণ করেছি। এখন সবাই পরীক্ষা দিতে পারছে, বৃত্তি পাচ্ছে।’
শেখ হাসিনা বলেন, ‘পঞ্চম শ্রেণি পাস করে যখন তাদের হাতে সার্টিফিকেট আসে তখন তারা মানসিক শক্তি পায়। অষ্টম শ্রেণিতে পাস করার পর তাদের আত্মমর্যাদা বাড়ে। এসএসসিতে বোর্ড পরীক্ষায় তাদের মনের ভয় কেটে যায়। তারা ভালোভাবে পরীক্ষা দিতে পারছে। এ কারণে পাসের হারও বাড়ছে।’
‘আমরা পরীক্ষা দিতে গেলে হাত-পা কাঁপত, গলা শুকিয়ে আসত।’ যোগ করেন প্রধানমন্ত্রী।শেখ হাসিনা বলেন, ‘আমরা শিক্ষানীতিমালা গ্রহণ করেছি। নীতিমালা বাস্তবায়ন শুরু করেছি। যার কারণে বাংলাদেশ শিক্ষাক্ষেত্রে এগিয়ে যাচ্ছে।’