২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১১:০৯

বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে আজ বিকেল ৩টায়

দৈনিক দেশজনতা ডেস্ক:

জাতীয় সংসদে ২০১৭-১৮ অর্থবছরের বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। গতকাল বৃহস্পতিবার (১ জুন) বেলা দেড়টায় সংসদে বাজেট উত্থাপন শুরু করেন তিনি। এটি বাংলাদেশের ৪৬তম বাজেট। এ ছাড়া আওয়ামী লীগ সরকারের ১৭তম এবং অর্থমন্ত্রী হিসেবে আবুল মাল আবদুল মুহিত ১১তম বাজেট প্রস্তাব। বর্তমান সরকারের প্রথম মেয়াদে ২০০৯-১০ অর্থবছরে ১ লাখ ১৩ হাজার ৮১৫ কোটি টাকার বাজেট দিয়ে শুরু করেন মুহিত। আর ২০১৭-১৮ মেয়াদে নতুন অর্থবছরের জন্য ৪ লাখ ২৬৬ কোটি টাকার বাজেট ব্যয় ধরা হয়েছে।নতুন এ বাজেটে বিনিয়োগ বাড়িয়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে বেশি ব্যয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ জন্য বিশাল এই বাজেটে ঘাটতি ৫ শতাংশ ছাড়িয়ে যাবে। যা টাকার অঙ্কে ১ লাখ ১২ হাজার ২৬৬ কোটি টাকা।এদিকে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে আজ (শুক্রবার) বক্তব্য রাখবেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিকেল ৩টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী প্রস্তাবিত বাজেট সম্পর্কে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেবেন।এ ছাড়া দ্য সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) বেলা ১১টায় রাজধানীর লেকশোর হোটেলে প্রস্তাবিত বাজেট নিয়ে তাদের বক্তব্য তুলে ধরতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জুন ২, ২০১৭ ১০:২৩ পূর্বাহ্ণ