১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৫২

গৌরনদীতে ইজিবাইক উল্টে নিহত চালক ,আহত তিন যাত্রী

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার বেজাহার নামক স্থানে ইজিবাইক উল্টে চালক নিহত ও তিন যাত্রী আহত হন। বৃহস্পতিবার বিকেলে এ দুর্ঘটনায় নিহত ইজিবাইক চালক আব্দুল হালিম সরদার (৪৫) ওই উপজেলার গেরাকূল গ্রামের আব্দুর রশিদ সরদারের ছেলে।

আহতরা হলেন- একই উপজেলার শাজাহান আকন, শাহানাজ বেগম ও সামির আকন। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

এ ঘটনায় গৌরনদী হাইওয়ে থানা পুলিশের এসআই এইচ.এম আব্দুর রব জানান, ইজিবাইকটি বিকেলের দিকে মাহিলাড়া বাস স্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে গৌরনদী যাচ্ছিল। পথিমধ্যে মহাসড়কের বেজহার এলাকার পৌঁছলে ইজিবাইকটি এক পথচারীকে বাঁচাতে গিয়ে উল্টে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। এসময় ইজিবাইকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই চালক নিহত হন এবং আহত হয় তিনযাত্রী।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জুন ২, ২০১৭ ১০:১৫ পূর্বাহ্ণ