২১শে নভেম্বর, ২০২৪ ইং | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১১:০২

বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরে বন্ধ আমদানি-রফতানি

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় সংসদে বাজেট ঘোষণার কারণে বুধবার বিকেল ৫টা থেকে বৃহস্পতিবার রাত ৯টা পর্যন্ত বেনাপোলে শুল্ক বিভাগের ‘বিল-অব এন্টি’ দাখিল ও মেনিফেস্ট (আইজিএম) এন্টি বন্ধ রাখতে বলা হয়েছে। এর ফলে বৃহস্পতিবার সকাল থেকে সারাদিন বেনাপোল কাস্টমস হাউজে কোন বিল অব এন্ট্রি দাখিল হয়নি। পাশাপাশি মেনিফেস্ট (আইজিএম) এন্টি বন্ধ থাকায় বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি হয়নি। আমদানি-রফতানি বন্ধ থাকায় দু‘দেশের বন্দর এলাকায় শত শত পণ্যবাহী ট্রাক আটকা পড়েছে। শনিবার আমদানি-রফতানি চালু হলে পণ্যজট আরো বেড়ে যাবে। তবে বাজেটের আগের দাখিলকৃত বিল অব এন্ট্রির সকল কার্যক্রম ও মালামাল খালাস করা হয়েছে।

এদিকে বাজেট পরিবর্তন সমূহ আলোচনা ও তা যথাযথ বাস্তবায়নের লক্ষ্যে বেনাপোল কাস্টমস হাউজের সকল কর্মকর্তা-কর্মচারীদের বৃহস্পতিবার ও শুক্রবার ছুটি বাতিল ও কর্মস্থল ত্যাগ না করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। বেনাপোল কাস্টমস হাউজের উপ কমিশনার মোছা. শাকিলা পারভীন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কথা বলা হয়েছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট উত্থাপিত হবে তাই ‘পূর্ব সর্তকতা মূলক’ ব্যবস্থা গ্রহণ ও ‘বাজেট ঘোষনা পরবর্তী করণীয়’ আলোচনার জন্য বুধবার বিকেল ৫টা থেকে বৃহস্পতিবার রাত ৯টা পর্যন্ত শুল্কভবনে ‘বিল-অপ্রয়োজনীয় বন্টি’ দাখিল ও মেনিফেস্ট এন্টি বন্ধ রাখা হয়েছে এবং এ সময়ে কোন ধরনের বিল অব এন্ট্রি বাতিল বা কোন ধরণের পরিবর্তন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। যে সকল পণ্য চালানের আইজিএম দাখিল করা হয়েছে কিন্তুু বিল অব এন্ট্রি দাখিল করা হয়নি সে সকল পণ্য চালান সনাক্ত করতে হবে। প্রয়োজনে কোন পণ্য চালান শুল্কায়নের পূর্বে দাখিলকৃত আইজিএম এর সাথে ক্রস চেক করতে হবে।

শুক্রবার সকাল ১০ টায় বেনাপোল কাষ্টম ক্লাবে বাজেট ঘোষণা পরবর্তী করণীয় সম্পর্কে আলোচনার জন্য শুল্ক ভবনের সকল রাজস্ব কর্মকর্তাদের উপস্থিত থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আগামী শনিবার পর্যন্ত সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারিদেরকে সার্বক্ষনিক ভাবে কর্মস্থলে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

বেনাপোল কাষ্টম ক্লিয়ারিং এন্ড ফরোয়াডিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক এমদাদুল হক লতা জানান, বেনাপোল কাস্টমস হাউজ থেকে কাষ্টম কমিশনারের পক্ষে উপ কমিশনার মোছা: শাকিলা পারভীন স্বাক্ষরিত এক পত্রে এসব জানানো হয়েছে। বিষয়টি আমাদের সদস্যদের অবহিত করা হয়েছে। রোববার সকাল থেকে নতুনভাবে শুল্কায়ন সংক্রান্ত সকল কার্যক্রম চলবে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জুন ২, ২০১৭ ১০:০৪ পূর্বাহ্ণ