আন্তর্জাতিক ডেস্ক:
ভূমিকম্পে কেঁপে উঠল ভারতের রাজধানী দিল্লিসহ উত্তর ভারতের বিভিন্ন এলাকা। শুক্রবার ভোর ৪.২৫মিনিটে এ কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৪.৭। কম্পনের কেন্দ্র ছিল হরিয়ানার রোহতাকে ভূগর্ভের ২২কিমি গভীরে।
ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল হরিয়ানার রোহতক। কম্পন অনুভূত হয় নয়ডা, গুরগাঁও, ফরিদাবাদে। ঘুমের ঘোরে অনেকেই কম্পন টের পাননি। তবে যাঁরা পেয়েছেন, তাঁরা প্রাণভয়ে বাড়ির বাইরে বেরিয়ে আসেন। আতঙ্কে বেশ খানিক্ষণ বাড়ির বাইরেই অপেক্ষা করতে থাকেন তাঁরা। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় ক্ষয়ক্ষতি বা প্রাণহানির কোনও খবর মেলেনি।
দৈনিক দেশজনতা/এন এইচ