২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ২:৪৭

সালমানের মামলার শুনানি স্থগিত

বিনোদন ডেস্ক:

যোধপুর আদালত বলিউড তারকা সালমান খানকে কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় পাঁচ বছরের সাজা দিয়েছিলো। ৪৮ ঘণ্টা সে সাজা ভোগ করে তিনি বর্তমানে জামিনে রয়েছেন। সম্প্রতি এ সাজাকে চ্যালেঞ্জ করে আবেদন করেন তিনি। তার আবেদনের প্রেক্ষিতে ১৭ জুলাই পর্যন্ত মামলার শুনানি স্থগিত করেন আদালত। ভারতীয় পত্রিকা এবিপি আনন্দের খবরে বলা হচ্ছে, সোমবার আদালতে হাজিরা দেন সালমান খান। সেখানে শুনানি স্থগিতাদেশ দেন যোধপুর জেলা ও দায়রা আদালতের বিচারক চন্দ্রকুমার সাঙ্গারা।

রোববার মুম্বাই থেকে যোধপুর পৌঁছান সালমান খান। তার সঙ্গে ছিলেন পরিবারের লোকজন। শুনানি স্থগিত নির্দেশের পর আদালত ছেড়ে চলে যান বলিউডের এই জনপ্রিয় অভিনেতা। ১৯৯৮ সালের ১ অক্টোবর ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবির শুটিংয়ের ফাঁকে সালমান খান, সাইফ আলি খান, নীলম ও সোনালি বেন্দ্রের বিরুদ্ধে দুটি কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ ওঠে।

প্রকাশ :মে ৮, ২০১৮ ২:২৫ অপরাহ্ণ