২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:১৩

আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে হাওয়াই দ্বীপে জরুরি অবস্থা

আন্তর্জাতিক ডেস্ক:

হাইওয়াই দ্বীপের মাউন্ট কিলাইয়া আগ্নেয়গিরি অগ্ন্যুৎপাতে কারণে এ দ্বীপে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। ১৭০০ স্থানীয় অধিবাসীকে নিরাপদে আশ্রয় নিতে বলা হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আগুনের গোলার মতো রাস্তায় এসে লাভা পরে। এবং সালফার ও গাছ পুড়ে যাওয়ার গন্ধ এলাকায় ছড়িয়ে পড়েছে।

অধিবাসীদের নিরাপদ আশ্রয়ের জন্য আমেরিকান রেডক্রস আশ্রয়কেন্দ্র খোলেছে।

কিছু দিন আগে ঘটে যাওয়া ভূমিকম্পের পর এই অগ্ন্যুৎপাত ঘটে।

হাওয়াই গর্ভনর ডেভিড আইজ বলেছেন, অধিবাসীদের আশ্রয় কেন্দ্রে নিরাপদে সরিয়ে নেয়ার জন্য ন্যাশনাল গার্ডের কাছে সামরিক সহায়তা চাওয়া হয়েছে।

দৈনিক দেশজনতা/ এন আর

প্রকাশ :মে ৪, ২০১৮ ৩:২৬ অপরাহ্ণ