১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩৪

আজ মুম্বাইয়ের একাদশে থাকবেন তো মোস্তাফিজ?

স্পোর্টস ডেস্ক:

আইপিএল শুরুর আগে মুম্বাই ইন্ডিয়ান্সকে সবচেয়ে ব্যালেন্স টিম মনে করা হচ্ছিল। কিন্তু সেই দলটাই এখন পয়েন্ট টেবিলে সবার নিচে। আট ম্যাচ খেলে মাত্র দুটিতে জিততে পেরেছে আইপিএলের বর্তমান চ্যাম্পিনরা। জয়ের কাছে গিয়ে বেশ কয়েকটি ম্যাচ হেরে খাদের কিনারায় গিয়ে পৌঁছেছে রোহিত শর্মার দল। মুম্বাইয়ের সঙ্গে বাজে সময় চলছে মোস্তাফিজুর রহমানেরও।

নিলামে ২ কোটি ২০ লাখ রুপিতে কেনার পর থেকে বাংলাদেশি পেসারকে বেশ ভালোই গুরুত্ব দিচ্ছিল মুম্বাই। হঠাৎ তালগোল পাকিয়ে বেশি রান খরচ করে ফেলছিলেন বটে, তবে মোস্তাফিজ মুম্বাইয়ের প্রথম ছয় ম্যাচে খুব বাজে বোলিং করছিলেন এটা বলা যাবে না। কিন্তু টানা হারের বৃত্ত থেকে বেরুনোর জন্য ‘টিম কম্বিনেশ’নের কথা বলে মোস্তাফিজকে সেরা একাদশের বাইরে রাখছে মুম্বাই।

চেন্নাইয়ের বিপক্ষে মুম্বাইয়ের সাত নম্বর ম্যাচটিতে প্রথম সেরা একাদশের বাইরে থাকতে হয়েছিল মোস্তাফিজকে। তারপর দুদিন আগে বেঙ্গালুরু বিপক্ষেও বাংলাদেশি পেসারকে খেলায়নি মুম্বাই টিম ম্যানেজমেন্ট। আজ নিজেদের নয় নম্বর ম্যাচটা খেলতে নামছে আইপিএলের বর্তমান চ্যাম্পিয়ন দলটি। মুম্বাই মাঠে নামছে, কিন্তু মোস্তাফিজ নামার সুযোগ পাবেন তো আজ?

কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে আজ খেলবে মুম্বাই। আজকের ম্যাচটা রোহিত শর্মাদের জন্য বড্ডই গুরুত্বপূর্ণ। আজ হারলে প্লে অফের সব সম্ভাবনার মৃত্যু ঘটবে। সেই কারণেই হয়তো মোস্তাফিজকে সেরা একাদশে বিবেচনা করতে পারে মুম্বাই। তাছাড়া বাংলাদেশি তরুণের জায়গায় সুযোগ পাওয়া বেন কাটিং খুব বেশি ভালো করতে পারেননি।

চেন্নাইয়ের বিপক্ষে ১ ওভার বোলিং করে ১৪ রান দিয়েছিলেন অস্ট্রেলিয়ান তারকা। ব্যাটিংয়ের সুযোগই পাননি। দুদিন আগে বেঙ্গালুরুর বিপক্ষে বোলিংয়ের সুযোগই পাননি। ব্যাট হাতে ১২ রান করে অপরাজিত ছিলেন। এদিকে, এদিকে টানা ব্যর্থতার মধ্য দিয়ে যাচ্ছেন মুম্বাইয়ের ক্যারিবিয়ান ওপেনার এভিন লুইস। সেখানেও পরিবর্তনের চিন্তা করতে পারে মুম্বাই। দেখা যাক, আজ সেরা একাদশে বাংলাদেশি পেসারকে বিবেচনা করে কিনা মুম্বাইয়ের টিম ম্যানেজম্যান্ট।

দৈনিক দেশজনতা/ এন আর

 

প্রকাশ :মে ৪, ২০১৮ ৩:০৫ অপরাহ্ণ