২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৪:১২

অস্কার অ্যাকাডেমি থেকে কসবি ও পোলানস্কিকে বহিষ্কার

অনলাইন ডেস্ক:

ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগ ওঠায় প্রখ্যাত মার্কিন কৌতুক অভিনেতা বিল কসবি এবং স্বনামধন্য পরিচালক রোমান পোলানস্কিকে বহিষ্কার করেছে মার্কিন চলচ্চিত্র দুনিয়ার পুরোধা সংগঠন একাডেমি অব মোশন পিকচার এবং সায়েন্স।

বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার `অস্কার’ দেয়া হয় ১৯২৭ সালে প্রতিষ্ঠিত হওয়া এ একাডেমি থেকে। মার্কিন চলচ্চিত্র জগতে পেশাজীবীদের মর্যাদাপূর্ণ এ সংগঠনের সদস্য ছিলেন বিল কসবি ও রোমান পোলানস্কি। ।

সাবেক বাস্কেটবল খেলোয়াড় এন্ড্রিয়া কন্সট্যান্ডকে জোরপূর্বক মাদক সেবন ও যৌন নিপীড়নের অভিযোগ আনা হয়  ৮০ বছর বয়সী অ্যামি অ্যাওয়ার্ডপ্রাপ্ত  কসবির বিরুদ্ধে। আর ১৯৭৭ সালে ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হয় পোলানস্কির বিরুদ্ধে। এরজন্য তিনি তিনি ৪২ দিন জেলও কাটেন।

বৃহস্পতিবার একাডেমির পরিচালনা পর্ষদের সদস্যদের ভোটের মাধ্যমে এ দুই গুরুত্বপূর্ণ সদস্যকে বহিষ্কার করা হয়েছে।

পোলানস্কি ২০০৩ সালে দ্য পিয়ানিস্ট চলচ্চিত্রের জন্য সেরা পরিচালক হিসেবে অস্কার জিতেছিলেন। ১৯৮০ সালে দর্শকপ্রিয় টিভি সিরিজ কসবি শো’র মাধ্যমে এ  দর্শকদের সুনাম কুড়ান অভিনেতা। ৬০ এর দশক থেকে টিভি সিরিজে তিনি পরিচিত মুখ মার্কিন নাগরিকদের কাছে।

গত পাঁচ দশকে অন্তত ৬০ জন নারী জনসম্মুখে তার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ আনে। তবে আইনের সীমাবদ্ধতার কারণে তার বিরুদ্ধে যৌন নিপীড়নের একটি মাত্র অভিযোগের যুক্তিতর্ক হয়।

একাডেমি এক বিবৃতিতে জানিয়েছে, সংগঠনের সদস্যদের আচরণবিধি বহির্ভূত ভূমিকার কারণে ভোটাভুটির মাধ্যমে অভিনেতা বিল কসবি এবং পরিচালক রোমান পোলানস্কিকে একাডেমি থেকে বহিষ্কার করা হয়েছে।

মানবিক সম্মান ও মর্যাদাকে বরাবরের মতই অক্ষুণ্ণ রাখতে এ ধরণের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে তারা জানায়।

মার্কিন একাডেমিটির ৯১ বছরের ইতিহাসের এ নিয়ে মাত্র চারজনকে বহিষ্কার করা হয়। ২০০৪ সালে মার্কিন অভিনেতা কারমিন ক্যারিডিকে প্রথম এ ঐতিহ্যবাহী সংগঠনের সদস্যপদ রদ করা হয়। তিনি একটি চলচ্চিত্রের সংরক্ষিত ভিডিওচিত্র এক বন্ধুকে সরবরাহ করেছিলেন যেটি পরবর্তীতে অনলাইনে ছড়িয়ে পড়ে।বিবিসি

দৈনিক দেশজনতা/ এন আর

 

প্রকাশ :মে ৪, ২০১৮ ১:১৩ অপরাহ্ণ