১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৪৫

প্রতিদিন মালিকের জন্য ১২ ঘণ্টা অপেক্ষা!

অনলাইন ডেস্ক:

প্রভু ভক্তির জন্য বেশ ভালোই খ্যাতি আছে ‘কুকুরের ’। তেমনি এক প্রভুভক্ত কুকুর এবার ঝড় তুলেছে সামাজিক মাধ্যমে। চীনের এই কুকুরটির নাম ‘ জিয়নজিয়ং’। ১৫ বছরের জিয়নজিয়ং রোজ নিয়ম করে তার তার মনিবের সাথে স্টেশনে যায় এবং দীর্ঘ ১২ ঘণ্টা বা তার বেশি সময় ধরে অপেক্ষা করে স্টেশনের বাইরে। মনিবের কাজ শেষ হলে আবার তার সাথেই বাড়ি ফেরে।

এপ্রিলের শেষের দিকে কুকুরটির একটি ছোট্ট ভিডিও শেয়ার হবার পর থেকে এ পর্যন্ত সেটি ১ কোটি বারের বেশি দেখা হয়ে গেছে। এতে দেখা যায়, জিয়নজিং কোন চেইন বা রশি দিয়ে বাঁধা না। একেবারে উন্মুক্ত ছেড়ে দেয়া। কিন্তু সে বেশ ভদ্র এবং অনুগত। সে স্টেশনের বাইরের একটি স্থানে চুপ করে বসে থাকে এবং ধৈর্য্য ধরে ১২ ঘন্টা অপেক্ষা করে।

কুকুরটির মালিক বাস করেন চীনের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের শহর ছুংছিং এ। নাম প্রকাশ করতে না চাওয়া তিনি জানান, গত আট বছর ধরে জিয়নজিয়ং আছেন তার সাথে। সে সব সময়ই এমন করে অপেক্ষা করে।

ভিডিওটিতে দেখা যায়, ছেড়ে দেওয়া অবস্থায় থাকার পর কুকুরটি কারো ক্ষতি করার চেষ্টা করছে না কিংবা কাউকে আক্রমণ করছে না।

প্রতিবেশিরাও দারুণ প্রশংসা করেছে কুকুরটির। শহরটির একজন স্থানীয় বাসিন্দা জানান, ‘সে খুব ভালো। তাকে কোন কিছু দিলেও সে খাবে না। মালিকের জন্য সে আনন্দের সাথে প্রতিদিন অপেক্ষা করে যায়।’

দৈনিক দেশজনতা/ এন আর

প্রকাশ :মে ৪, ২০১৮ ১:৪৩ অপরাহ্ণ