১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১১:০৪

মেহেরপুরে জামায়াতের ২ নেতাসহ আটক ৭

মেহেরপুর প্রতিবেদক:

মেহেরপুরের গাংনী উপজেলার আনন্দবাস গ্রাম থেকে জামায়াত নেতা ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহাবুব-উল আলম ও গাংনী উপজেলা জামায়াতের আমির ডাঃ রবিউল ইসলামসহ সাতজনকে আটক করেছে পুলিশ।

আজ শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়। অন্যান্যরা হলেন, জামায়াত কর্মী আব্দুর রহিম (৫৫), আব্দুল খালেক (৫২), হাসেম আলী (৪৫), নাসির উদ্দীন (৫৮) ও মহিবুল ইসলাম (৫১)।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার বলেন, আনন্দবাস গ্রামের আব্দুর রহিমের বাড়িতে আজ সকালে বৈঠক করছে মর্মে খবর পায় পুলিশ। এ সময় গাংনী থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় ঐ সাতজনক আটক করা হয়। তাদের নামে মামলা দায়ের পুর্বক মেহেরপুর আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

দৈনিক দেশজনতা/ এন আর

প্রকাশ :মে ৪, ২০১৮ ১:৫১ অপরাহ্ণ