১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৫৮

চট্টগ্রামে ১৩ লাখ ইয়াবা উদ্ধার : গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামের হালিশহরে এক বাসায় অভিযান চালিয়ে ১৩ লাখ ইয়াবাসহ দুই ভাইকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে হালিশহরের শিমুলিয়া আবাসিক এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে এই ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।

অভিযানে গ্রেফতার হওয়া দুই ভাই হলেন মো: হাসান ও মো: আশরাফ। তাদের বয়স ৩৫ থেকে ৪০ বছর।

নগর ডিবির পরিদর্শক মো: কামরুজ্জামান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে শিমুলিয়া আবাসিক এলাকার একটি ফ্ল্যাটে অভিযান চালানো হয়। ফ্ল্যাটে ৩ লাখ ইয়াবা বড়ি পাওয়া যায়। বাড়ির গ্যারেজে রাখা প্রাইভেট কারের ভেতরে পাওয়া যায় ১০ লাখ ইয়াবা বড়ি।

ডিবি জানায়, ইয়াবা বড়ি উদ্ধারের ঘটনায় দুই ভাইকে গ্রেফতার করা হয়েছে। ডিবি কার্যালয়ে এনে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

দৈনিক দেশজনতা/ এন আর

প্রকাশ :মে ৪, ২০১৮ ১:০৯ অপরাহ্ণ