স্পোর্টস ডেস্ক:
এবারের আইপিএলে নতুন রূপে দেখা যাচ্ছে বিরাট কোহলিকে। ব্যাটিং স্টাইলে এনেছেন সামান্য পরিবর্তন। নতুন শটও খেলতে দেখা যাচ্ছে। কৌতুহলী ক্রিকেটপ্রেমীদের মনে প্রশ্ন জেগেছে, তা এসব কীভাবে রপ্ত করলেন তিনি?
জবাবও দিয়েছেন কোহলি। সবকিছুর জন্য কৃতিত্ব দিচ্ছেন এবি ডি ভিলিয়ার্সকে। মাসখানেক আগে দক্ষিণ আফ্রিকা সফর করে দেশে ফেরে টিম ইন্ডিয়া। ভারতীয় অধিনায়ক জানালেন, ওই সফরে আমাকে সাহায্য করেছেন এবি। টেস্ট সিরিজে তার কাছ থেকে আমি বেশ কিছু জিনিস শিখেছি। ওর কথা মতো, খেলায় কিছুটা রদবদল করেছি। সাফল্যও পাচ্ছি।
বোলারদের জন্য এমনিতেই আতঙ্ক কোহলি। নতুন শট রপ্ত করায় যেন আরও ত্রাস হয়ে উঠেছেন। আইপিএলে তার পারফরম্যান্স দেখলেই বোঝা যায়। প্রতি ম্যাচেই বড় স্কোর খেলছেন। এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকাতেও আছেন। আইপিএলে কোহলির সতীর্থ ডি ভিলিয়ার্স। দুজনই খেলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে। ভারতীয় অধিনায়কের প্রশংসায় এবিও, সে সময়ের সেরা ব্যাটসম্যান, বোলারদের ত্রাস। প্রতিমুহূর্তে নিজেকে ডেভেলপ করছে। ওর মেধা, ব্যক্তিত্ব চমৎকার। কোনও কিছু বুঝতে সময় লাগে না।
দৈনিকদেশজনতা/ আই সি