২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১২:০৯

রাতে মুখোমুখি বেঙালুরু-দিল্লি

স্পোর্টস ডেস্ক:

আইপিএলের এবারের আসরে ৬টি দলের ৪টি করে ম্যাচ খেলা হয়ে গেছে। ৫টি করে খেলেছে কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস। এ পর্যায়ে এসে পয়েন্ট টেবিলের একেবারে তলানির দুই স্থানে আছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙালুরু ও দিল্লি ডেয়ারডেভিলস। চার ম্যাচে মাত্র একটি জয় তাদের। এম. চিন্নাস্বামি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় মুখোমুখি হবে দলদুটি। পরাজয়ের ধারা থেকে বের হয়ে দুই দলই চাইবে আইপিএলে নিজেদের অবস্থান শক্ত করতে।

দুই দলেরই এই অবস্থার কারণ বোলিং ব্যর্থতা। দিল্লি পাওয়ার প্লে তে গড়ে ওভারপ্রতি ১০.৭৫ রান দিয়েছে। আর মাঝখানের ওভারগুলোতে ৮.১৭ গড়ে রান দিয়েছে। বেঙালুরু মাঝখানের ওভারগুলোতে ৮.৪৭ গড়ে রান দিয়েছে। ডেথ ওভারগুলোতে দিয়েছে গড়ে ১২.৫ রান। এই দুইটি দলের চেয়ে খারাপ বোলিং করেনি অন্য কোন দলই। বেঙালুরুকে তাদের সর্বশেষ দুই ম্যাচে যথাক্রমে ২১৪ ও ২১৮ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে হয়েছে। দুই ম্যাচেই হেরেছে বেঙালুরু। আর দিল্লি শেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের দেওয়া ২০১ রানের লক্ষ্যে খেলতে নেমে হেরেছে ৭১ রানে।

দিল্লিতে অধিনায়ক গৌতম গম্ভির, জেসন রয়, গ্লেন ম্যাক্সওয়েলের মত ব্যাটসম্যানরা রয়েছেন। বেঙালুরুতে রয়েছেন অধিনায়ক বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, কুইন্টন ডি ককের মত হার্ড হিটিং ব্যাটসম্যানরা। বোলারদের দুর্দিনে যে দল এই ব্যাটসম্যানদের সঠিক ব্যবহার করতে পারবে, জয় আসবে তাদের ঘরেই।

প্রকাশ :এপ্রিল ২১, ২০১৮ ১০:৩৭ পূর্বাহ্ণ