২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১২:৪২

ইবির শিক্ষার্থীদের মহাসড়কে অবস্থান: পুলিশ ও ছাত্রলীগের বাধা

নিজস্ব প্রতিবেদক:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মহাসড়কে অবস্থান নিতে বাধার অভিযোগ উঠেছে।

সোমবার সকাল ১০টায় আন্দোলনকারীরা মীর মশাররফ হোসেন একাডেমিক ভবন থেকে মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রধান সড়কে উঠতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি বাধা দেয়। এসময় তারা মিছিল নিয়ে আবারও ক্যাম্পাসের বিভিন্ন অনুষদ প্রদক্ষিণ করতে থাকে। এ আন্দোলনে স্বত:স্ফুর্তভাবে এক হাজারেরও বেশি শিক্ষার্থী অংশ নেয়। পরে আবারও বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সড়ক অবরোধ করতে গেলে পুলিশ ও ছাত্রলীগ বাধা দেয়।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষার্থীরা প্রধান ফটকের ভিতরে অবস্থান করে আন্দোলন চালিয়ে যাচ্ছে। পুলিশও প্রধান ফটকের বাইরে অবস্থান নিয়েছে।

কোটা সংস্কারের দাবিতে রবিবার থেকেই উত্তাল হয়ে উঠেছে ইসলামী বিশ্ববিদ্যালয়। সোমবার সকালে ‘‘কোটাপ্রথা নিপাত যাক মেধাবীরা মুক্তি পাক’’, স্লোগানে স্লোগানে প্রকম্পিত হচ্ছে পুরো ক্যাম্পাস।

ক্লাস বর্জন করে সোমবার সকাল সাড়ে ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করছে সাধারণ শিক্ষার্থীরা। এতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমে স্থবিরতা দেখা দেয়। তবে পূর্ব ঘোষিত কোর্স ফাইনাল পরীক্ষাগুলো অনুষ্ঠিত হচ্ছে বলে জানা গেছে।

আন্দোলনকারীদের সূত্রে জানা যায়, কোটা সংস্কারসহ পাঁচ দফা দাবিতে সারাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের মত ইবিতেও ক্লাস বর্জন করে সাধারণ শিক্ষার্থীরা। আন্দোলনকারী শিক্ষার্থী শেখ কামরুজ্জামান বলেন, কোটা বাতিল নয়, কোটা প্রথার যৌক্তিক সংস্কার এবং শিক্ষার্থীদের ওপর নির্মম হামলার বিচার না হওযা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।’

দৈনিক দেশজনতা/ টি এইচ

 

প্রকাশ :এপ্রিল ৯, ২০১৮ ১:২৯ অপরাহ্ণ