নিজস্ব প্রতিবেদক:
চাকরিতে কোটা সংস্কার দাবির চলমান আন্দোলনে পুলিশি হামলার বিচার ও আটকদের মুক্তি না দেয়া পর্যন্ত ছাত্রধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়া হয়েছে। দুপুরের মধ্যে শিক্ষার্থীদের মুক্তি না দিলে বিকেল থেকে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলেও হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। আজ সোমবার বেলা ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেবির সামনে সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক রাশেদ খান। দাবি মেনে না নেয়া পর্ষন্ত সারাদেশের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে অনির্দিষ্টকালের ধর্মঘট চলবে বলেও জানান তিনি।
রাশেদ খান বলেন, ‘আমরা পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) বলতে চাই- যারা আন্দোলন করছেন, তারা আপনার ভাই বা সন্তানের মতো। তারা কারও বিরুদ্ধে আন্দোলন করছে না। তারা অধিকারের প্রশ্নে আন্দোলন করছে। তাই আটক ব্যক্তিদের মুক্তি দিন। তা না হলে আন্দোলনে দাবানল সারা দেশে ছড়িয়ে পড়বে।’ তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসায় হামলাকারীদের সঙ্গে আন্দোলনকারীদের কোনো সম্পর্ক নেই। আমাদের আন্দোলন বাধাগ্রস্ত করতে কোনো কুচক্রী মহল এটা করেছে।’
সংবাদ সম্মেলন শেষে শিক্ষার্থীরা ক্যাম্পাসে মিছিল বের করে। মিছিলটি শাহবাহ হয়ে টিএসসি গিয়ে অবস্থান নেয়।
দৈনিকদেশজনতা/ আই সি