২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:২১

সালমান খানের জামিন নিয়ে রায় আজ

বিনোদন ডেস্ক:

বলিউড সুপারস্টার সালমান খানের জামিনের রায় হবে আজ শনিবার। গতকাল শুক্রবার তার জামিন আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়। ফলে এখন পর্যন্ত দুইটি রাত জেলে কাটাতে হলো বলিউডের ভাইজানকে। এদিকে সালমান খানকে খাবার হিসেবে ডাল, রুটি, সবজি ও খিচুড়ি দেওয়া হলেও তিনি খাননি।
গতকাল যোধপুর সেশনস কোর্টে সালমানের জামিনের আবেদনটি উঠেছিল। কিন্তু ফয়সালা হয়নি। সেশনস কোর্টের বিচারপতি জানিয়েছেন, আজ শনিবার সালমান খানের জামিনের আবেদনটি নিয়ে রায় জানানো হবে। সালমানের পাশে দাঁড়িতে গতকাল তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন আরেক বলিউড তারকা প্রীতি জিন্তা।
কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় বলিউডের চার তারকা সাইফ আলী খান, টাবু সোনালি বেন্দ্রে এবং নীলম কোঠারি প্রমাণের অভাবে রেহাই পেলেও গত বৃহস্পতিবার ৫ বছরের কারাদণ্ড হয় সালমান খানের। জামিনের জন্য আবেদন করেছিলেন সালমানের আইনজীবীরা। গতকাল যোধপুর সেশনস কোর্ট চত্বরে উপচে পড়া ভিড় ছিল। ছিল বাড়তি নিরাপত্তাও। ৫১ পাতার জামিনের আবেদনে সালমানের পক্ষ থেকে তার আইনজীবী হস্তিমল সারস্বত বলেন, এই মামলা সাজানোর জন্য সরকারি কৌঁসুলি ভুয়া সাক্ষী দাঁড় করিয়েছেন। সালমানের জামিনের জন্য তিনি ৫৪টি কারণ তুলে ধরেন।
জেল কর্তৃপক্ষ জানিয়েছেন, চলচ্চিত্র তারকা হলেও সালমানকে বাড়তি কোনো সুবিধা দেওয়া হচ্ছে না। তাকে থাকতে হচ্ছে সাধারণ অপরাধীর মতোই। ধর্ষণে অভিযুক্ত ধর্মগুরু আসারাম বাপুর সঙ্গে যোধপুর সেন্ট্রাল জেলের একই ওয়ার্ডে আছেন সালমান। গত বৃহস্পতিবার রাতে তাকে খেতে দেওয়া হয়েছিল মোটা রুটি, ডাল এবং তরকারি। গতকাল সকালে দেওয়া হয় খিচুড়ি। কিন্তু বিলাসী জীবনে অভ্যস্ত ‘ভাইজান’ কিছুই মুখে তুলতে চাইছেন না। তবে তিনি কী খেয়েছেন সেই সম্পর্কে জেল কর্তৃপক্ষ কিছু জানাননি।
অন্যদিকে মহেশ বোরা নামের এক আইনজীবীর দাবি, সালমানের হয়ে মামলা লড়ায় তাকে গত বৃহস্পতিবার রাতে দুবাই এবং অস্ট্রেলিয়া থেকে ফোন করে হুমকি দেওয়া হয়েছে। আজ সেশনস কোর্টে জামিনের আবেদন খারিজ হয়ে গেলে সেই রায়কে চ্যালেঞ্জ করে রাজস্থান হাইকোর্টে যাওয়ার প্রস্তুতিও শুরু করে দিয়েছেন সালমানের আইনজীবীরা।-খবর আনন্দবাজার পত্রিকার।
প্রকাশ :এপ্রিল ৭, ২০১৮ ১০:২৪ পূর্বাহ্ণ