১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:১৩

বেনাপোলে ককটেল-বোমাসহ আটক ১

যশোর প্রতিনিধি:

যশোরের বেনাপোল ছোট আঁচড়া মোড় থেকে ১১টি ককটেল ও বোমাসহ শহিদুল ইসলাম (৪০) নামে একজনকে আটক করেছে বিজিবি সদস্যরা। আটক শহিদুল ছোট আচড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

৪৯’বিজিবি ব্যাটালিয়ন কমান্ডিং অফিসার লে. কর্নেল আরিফুল হক জানান, শুক্রবার সন্ধ্যায় বেনাপোল কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার মনিরুজ্জামানের নেতৃত্বে বিজিবির একটি টহল দল বেনাপোল ছোট আচড়ায় অভিযান চালায়। অভিযানে শহিদুল ইসলামকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে বাসায় ব্যাগে রাখা অবস্থায় ১১টি ককটেল ও বোমা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ককটেল ও বোমাসহ শহিদুলকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :এপ্রিল ৭, ২০১৮ ১০:১৩ পূর্বাহ্ণ