বিনোদন ডেস্ক:
অভিনয়ের পাশাপাশি একটি এনজিওতে ‘আরলি চাইল্ডহুড ডেভেলপমেন্ট’ নামের একটি প্রজেক্টের প্রধান হিসেবে আছেন মিথিলা। চাকরির সূত্রে শিশুদের নিয়ে কাজের সুযোগ হয়েছে তার। এবার সেই অভিজ্ঞতাই জানাবেন রেডিওতে। এর মাধ্যমে আরজে হিসেবেও আত্মপ্রকাশ ঘটছে তার।
আগামী ৪ এপ্রিল থেকে প্রতি বুধবার রেডিও স্বাধীনে সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত ‘বেড়ে ওঠার গল্প’ শোনাবেন মিথিলা। তিনি বলেন, শিশুর মানসিক বিকাশের বিষয়ে কেউ ভাবে না। শিশুর বিকাশ ও বৃদ্ধির মধ্যে কিন্তু পার্থক্য আছে। কিন্তু আমরা মা-বাবারা ভাবি শিশু শারীরিকভাবে বেড়ে উঠলেই সব স্বাভাবিকভাবে এগোয়। কিন্তু বিকাশের দিকে আমরা নজর দেই কয়জন? এসব বিষয়ে স্পষ্ট ধারণা দিতেই আমরা কথা বলব রেডিও স্বাধীনের অনুষ্ঠানে।
শিশুর প্রারম্ভিক বিকাশ বিশেষ করে শিশুর যত্ন, বিকাশ, শিক্ষা ও বেড়ে ওঠার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে কথা বলবেন বিশেষজ্ঞরাও। ০৯৬৬৬৯২৪৯২৪ নাম্বারে ফোন করে অংশ নেওয়া যাবে অনুষ্ঠানে। কুইজে অংশগ্রহণ ও জিতে নিয়ে মিথিলার সঙ্গে শিশু বিকাশ কর্মশালায় অংশগ্রহণের সুযোগ থাকছে।
দৈনিকদেশজনতা/ আই সি