২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৪:২৬

সুপার লিগ ম্যাচে ১৮৪ রানে গুটিয়ে গেল শেখ জামাল

স্পোর্টস ডেস্ক:

সুপার লিগ নিশ্চিত করতে হলে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে মঙ্গলবার জিততেই হবে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে। লিগ পর্বের শেষ রাউন্ডে ফতুল্লায় ব্রদার্স ইউনিয়নের মুখোমুখি হয়েছে দুই দল। তবে এমন মহা-গুরুত্বপূর্ণ ম্যাচে মাত্র ১৮৪ রানে গুটিয়ে গেছে শেখ জামাল। এখন বোলারদের উপর নির্ভর করছে দলটির ভাগ্য। জবাব দিতে নেমে ব্রদার্স অবশ্য ৭ রান তুলতেই ২ উইকেট হারিয়ে ফেলেছে।

এদিন ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে শেখ জামালের হয়ে মাঠে নেমেছেন নুরুল হাসান সোহান, নাজমুল ইসলাম অপু ও আবু জায়েদ রাহী। শ্রীলঙ্কায় নিদাহাস ট্রফির স্কোয়াডে ছিলেন তারা। দেশে ফিরে একদিন পরই মাঠে নেমে পড়েছেন। সোহান নেতৃত্ব দিচ্ছেন শেখ জামালকে। তবে ব্যাট হাতে ১৬ রানের বেশি করতে পারেননি।

ওপেনার সৈকত আলি ৫৫ রানের ইনিংস খেললেন। কিন্তু অন্যপ্রান্তে বড় স্কোর গড়তে পারলেন না কেউই। তানভীর হায়দার ৩৩ ও ইলিয়াস সানি ৩১ রান করেছেন। তাতেই ৪৭.১ ওভারে শেখ জামালের স্কোর দাঁড়ায় ১৮৪ রান।

ব্রদার্সের সম্মিলিত বোলিং আক্রমণেই গুটিয়ে গেছে শেখ জামাল। খালেদ আহমেদ ৩টি, সোহরাওয়ার্দী শুভ, শাখাওয়াত হোসেন ও অলক কাপালি ২ টি করে উইকেট নেন।

শেখ জামাল এ ম্যাচে জিতলে সুপার লিগ নিশ্চিত হবে তাদের। যদি হেরে যায় আর অন্য ম্যাচে মোহামেডান জিতে, তবে মোহামেডান চলে যাবে সুপার লিগে। দুই দলই হারলে শাইনপুকুর ও শেখ জামালের মধ্যে যে কোনো এক দল পাবে সুপার লিগের টিকেট। পাঁচ দল আগেই সুপার লিগ নিশ্চিত করে রেখেছে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মার্চ ২০, ২০১৮ ১:৪০ অপরাহ্ণ