২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৪৬

বাংলাদেশ-শ্রীলঙ্কার বিরুদ্ধে থাকছেন না কোহলি!

স্পোর্টস ডেস্ক: 

দক্ষিণ আফ্রিকা সফর থেকে ফিরেই ভারত প্রতিবেশী দুই দেশের সঙ্গে নিদাহাস সিরিজে খেলতে নামছে। ৬ মার্চ থেকে ত্রিদেশীয় সিরিজে ভারতের শ্রেষ্ঠত্বকে চ্যালেঞ্জ জানাতে তৈরি থাকছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। সিরিজ শুরু হওয়ার আগেই প্রচারমাধ্যমে বিরাট কোহলিকে নিয়ে তুঙ্গে উৎসাহ।

তবে প্রচারমাধ্যম ও ক্রিকেটপ্রেমীদের হতাশ করে কোহলিকে আসন্ন এই ত্রিদেশীয় সিরিজে বিশ্রাম দেয়া হতে পারে। টানা ক্রিকেট খেলে চলেছেন তিনি। দেশের মাটিতে একের পর এক সিরিজ খেলার পর দক্ষিণ আফ্রিকায় গিয়েছেন খেলতে। সেখানে একের পর এক ব্যাটিং কীর্তি গড়েছেন। টেস্ট, ওয়ানডে এবং টি টোয়েন্টিও নাগাড়ে খেলে চলেছেন তিনি। এর মধ্যে বিয়ে ও হনিমুনের জন্য কিছু দিন জাতীয় দলের বাইরে ছিলেন। তার পর ক্রমাগত আন্তর্জাতিক ক্রিকেটে ঘাম ঝরিয়ে চলেছেন তিনি। এরপরেই আইপিএল। অগস্টে ইংল্যান্ড সফর।

এর মধ্যে তাই বিরাটকে বিশ্রামে পাঠানোর ভাবনা ঘোরাফেরা করছে বোর্ডের শীর্ষ কর্মকর্তাদের মনে। বোর্ড সূত্রে তাই জানানো হয়েছে, কোহলিকে সম্ভবত ত্রিদেশীয় সিরিজে খেলতে দেখা যাবে না।
এক সংবাদসংস্থাকে বোর্ডের তরফে জানানো হয়েছে, ‘‘বিরাট বিশ্রাম নিতে চাইলে, মঞ্জুর করে দেওয়া হবে। টুর্নামেন্টে বিরাট খেলবেন কি খেলবেন না, সেই বিষয়টি একান্তই তার নিজস্ব সিদ্ধান্ত। তবে কোনও কিছুই নিশ্চিত নয়।’’

এর সঙ্গে জানানো হয়েছে, ‘‘বিরাট অবশ্য নিজে খেলার সিদ্ধান্ত নিতে পারে। কারণ, এটাই চলতি মরশুমের শেষ আসর।’’ আইপিএল-এর ‘অনুশীলন’ সারার মঞ্চও হতে পারে নিদাহাস ট্রফি।

কয়েক দিনের মধ্যেই এমএসকে প্রসাদের নির্বাচকমণ্ডলী আসন্ন ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা করবে। আপাতত বিরাটের নাম সেই স্কোয়াডে রাখা হবে কি না, সেদিকেই তাকিয়ে প্রতিবেশী দুই দেশের ক্রিকেটপ্রেমীরা।

দৈনিক দেশজনতা /এন আর

 

 

প্রকাশ :ফেব্রুয়ারি ২৩, ২০১৮ ১২:৩৪ অপরাহ্ণ