১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:৪৫

বাংলাদেশে গুম বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হচ্ছে: অ্যামনেস্টি

নিজস্ব প্রতিবেদক:
যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, বাংলাদেশে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের নির্বিচারে আটক করা হচ্ছে। গুমের ঘটনা অব্যাহত রয়েছে। চলছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডও। বিশ্ব মানবাধিকার পরিস্থিতি নিয়ে সংগঠনটির প্রকাশ করা বার্ষিক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
গতকাল প্রকাশ করা প্রতিবেদনের বাংলাদেশ অংশে বলা হয়েছে, বাংলাদেশে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের নির্বিচারে আটক করা হচ্ছে। শান্তিপূর্ণ সমাবেশ ও সংগঠন করার অধিকার সংকুচিত হয়েছে। গুমের ঘটনা এখনো ঘটছে। গত বছর ৮০ জনের বেশি মানুষ গুমের শিকার হয়েছে। বিচার বহির্ভূত হত্যাকাণ্ডও অব্যাহত রয়েছে। মানবাধিকার কর্মীরা হয়রানির শিকার হচ্ছে।
পার্বত্য চট্টগ্রামের নিরাপত্তারক্ষী বাহিনী ক্ষুদ্র-নৃগোষ্ঠীকে সহিংসতা থেকে রক্ষায় ব্যর্থ হচ্ছে। প্রতিবেদনে আরো বলা হয়েছে, বাংলাদেশে গণমাধ্যম কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটছে। সরকারের প্রস্তাবিত ডিজিটাল সিকিউরিটি আইনে মত প্রকাশের স্বাধীনতা আরো সংকুচিত হতে পারে। তবে এসবের মধ্যে ইতিবাচক দিক হলো এক দশকের স্থির অর্থনৈতিক প্রবৃদ্ধি চরম দারিদ্র্যের সংখ্যা কমাতে সহায়তা করছে। এছাড়া ৬ লাখ ৫৫ হাজারের বেশি রোহিঙ্গা নাগরিককে বাংলাদেশে আশ্রয় দিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমারের রাখাইনে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম সম্প্রদায়ের ওপর জাতিগত নিধন অভিযান সমাজ থেকে উত্সরিত ঘৃণার ফল। বিদ্বেষ ও ঘৃণাপূর্ণ মন্তব্য প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষেত্রে বৈষম্যকে বাড়িয়ে তুলছে।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :ফেব্রুয়ারি ২৩, ২০১৮ ১১:৫৩ পূর্বাহ্ণ