১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:০১

খালেদা জিয়ার মুক্তির দাবিতে কারাগারের সামনে শিশুদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:

‘দেশ মাতা খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি চাই’- লেখা প্লে-কার্ড বুকে ঝুলিয়ে পুরান ঢাকার নাজিম উদ্দিন সড়কে পুরান কেন্দ্রীয় কারাগারের সামনে মানববন্ধন করছে শিশু-কিশোররা।

শুক্রবার বেলা ১২টায় এ মানববন্ধন করতে দেখা গেছে। এ সময় শিশুদের মায়েরাও উপস্থিত ছিলেন।

নির্জন এই কারাগারের ভেতরের একটি কক্ষে রাখা হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। দুর্নীতির একটি মামলায় দুবারের সাবেক সফল এই প্রধানমন্ত্রীকে ৫ বছরের কারাদণ্ড দিয়ে গত ৮ ফেব্রুয়ারি থেকে এ কারাগারে রাখা হয়েছে।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :ফেব্রুয়ারি ২৩, ২০১৮ ১২:৪১ অপরাহ্ণ