২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৮:৩৪

গরম বেড়েছে আরও, শিগগির বৃষ্টির পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক:

বৃষ্টির অভাবে হাঁসফাঁস করতে থাকা মানুষদের জন্য একই সঙ্গে স্বস্তি এবং অস্তস্তির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর। তারা জানিয়েছে, আগামী ৭২ ঘণ্টায় বৃষ্টি হতে পারে। আর বৃষ্টি হলেই চলমান তাপপ্রবাহ কমবে এমন নয়। বরং তা বেড়ে যাবে আরও।

অস্বাভাবিক ‘শীতল’ বৈখাশের পর জৈষ্ঠ্য তার উত্তাপ যেন পুষিয়ে দেয়ার লড়াইয়ে। হাঁসফাঁস করতে থাকা মানুষদেরকে আরও  একটু গরমে সেদ্ধ করতে তিন দিন ধরে তাপমাত্রা বাড়ছেই। গত তিন দিন ধরে তাপমাত্রার স্কেলে পারদ বেড়েই চলেছে। এর মধ্যে বুধবার মৌসুমের সবচেয়ে বেশি গরম দেখছে বাংলাদেশ। আবহাওয়া অধিদপ্তরের রেকর্ড অনুযায়ী আজ ঢাকায় সর্বোচ্চ মাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। এতবেশি গরম চলতি বছর আর পড়েনি রাজধানীতে। একইভাবে দেশের সর্বোচ্চ মাপমাত্রা রেকর্ড হয়েছে ৪০.৫ ডিগ্রি। সেটা হয়েছে রাজশাহীতে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, রংপুর, রবিশাল ও সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে ঢাকায় বৃষ্টি হতে আরও দুই এক দিন পর।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশীদ সাংবাদিকদের জানান, আগামী দুই-তিন দিন পর বৃষ্টি আসতে পারে। সে বৃষ্টি হবে হালকা ও বিক্ষিপ্ত। তবে এই বৃষ্টিতে তাপমাত্রা কমবে না বলেও জানান বজলুর। বলেন, ‘তা মাপমাত্রা আরও বাড়িয়ে দিয়ে যাবে।’

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রাজশাহী, পাবনা, চাঁদপুর ও নোয়াখালী অঞ্চল এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকবে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী সাগরে একটি লঘুচাপের তৈরি হয়েছে এবং এর বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে যা উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

দৈনিক দেশজনতা/এমএইচ

প্রকাশ :মে ২৪, ২০১৭ ২:২১ অপরাহ্ণ