বিনোদন ডেস্ক:
যৌন হেনস্তার বিপক্ষে অনেক আগেই সরব হয়েছে গোটা হলিউড। #MeToo এর মাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন বিভিন্ন সময়ে যৌন হেনস্তার শিকার হওয়া বহু হলিউড অভিনেত্রী। হলিউডের রাস্তায় মিছিলও করতে দেখা গেছে তাদের। যার সৌজন্যে গত বছরের শেষে টাইমস ম্যাগাজিনের প্রচ্ছদে স্থান পান ওইসব প্রতিবাদকারী নারী। এমনকী, সদ্য শেষ হওয়া অস্কারেও তারা পুরস্কৃত হয়েছেন।
এই যৌন হেনস্তার বিপক্ষে সম্প্রতি সরব হয়েছেন বলিউডের অনেক অভিনেত্রীও। ঐশ্বরিয়া রাই বচ্চন, কঙ্গনা রানাউত ও বিদ্যা বালান থেকে শুরু করে মুখ খুলেছেন একাধিক সুপারহিট নায়িকা। তারা শেয়ার করেছেন তাদের সঙ্গে বিভিন্ন সময়ে ঘটে যাওয়া বাজে অভিজ্ঞতার কথা। এবার সেই তালিকায় নাম লেখালেন হালের সবচেয়ে বড় সুপারস্টার দীপিকা পাড়ুকোনও। জানালেন, মাত্র ১৪ বছর বয়সেই নাকি বাজে একটি ঘটনা ঘটেছিল নায়িকার সঙ্গে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে নিজের মুখেই এমন কথা জানিয়েছেন ‘পদ্মাবত’ ছবিতে রানি পদ্মাবতীর চরিত্রে অভিনয় করা দীপিকা পাড়ুকোন।
সাক্ষাৎকারে তাকে জিজ্ঞাসা করা হয়, ‘পদ্মাবত’র মতো বহুল বিতর্কিত একটি ছবিতে তিনি অভিনয় করলেন, ভয় করল না? জবাবে নায়িকা বলেন, ‘একটি ঘটনা তার মধ্যে সাহস সঞ্চার করেছে৷ বয়স তখন ১৪ কি ১৫৷ একদিন বিকেলে তিনি তার পরিবারের সঙ্গে রাস্তা দিয়ে যাচ্ছিলেন৷ একটি রেস্তোরাঁয় খাওয়া সেরে ফিরছিলেন তারা৷ তার বাবা ও বোন আগে আগে হাঁটছিলেন৷ দীপিকা ও তার মা হাঁটছিলেন পেছনে৷ তখনই হঠাৎ একজন নাকি তাকে খারাপভাবে স্পর্শ করে চলে যায়৷
গত ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে দীপিকা অভিনীত ও সঞ্জয় লীলা বানসালি পরিচালিত বহুল বিতর্কিত ‘পদ্মাবত’। এক সপ্তাহেই যে ছবিটি ৩০০ কোটির ক্লাবে ঢুকে পড়েছে। সিনে বিশেষজ্ঞদের মত, ‘পদ্মাবত’ যাবে আরও বহুদূর। এই ছবিতে আরও রয়েছেন রণবীর সিং ও শহিদ কাপুর। যেখানে রণবীর দিল্লির অত্যাচারী সুলতান আলাউদ্দিন খিলজি এবং শহিদ কাপুর রানি পদ্মাবতীর স্বামী রতন সিংয়ের চরিত্রে অভিনয় করেছেন।
দৈনকদেশজনতা/ আই সি